সম্প্রতি লস এঞ্জেলস শহরে বেভারলি হিল্টন হোটেলে অনুষ্ঠিত হয়েছিল ৮২ তম বার্ষিক গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ড অনুষ্ঠান। এই অনুষ্ঠানে সারা বিশ্বের চলচ্চিত্র জগতের ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। ভারতের হয়ে উপস্থিত ছিলেন পরিচালক পায়েল কাপাডিয়া। ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ সিনেমাটি পরিচালনা করার জন্য তিনি মনোনীত হয়েছিলেন গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে।
পায়েল কাপাডিয়ার গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে মনোনীত হওয়ার ঘটনাটি রীতিমতো ঐতিহাসিক। কারণ? এই প্রথম এই অনুষ্ঠানে কোনও ভারতীয় পরিচালক মনোনয়ন পেয়েছিলেন। বেস্ট মোশন পিকচার- নন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্যাটাগরিতে এই মনোনয়ন পেয়েছিলেন পায়েল কাপাডিয়া। তবে দুর্ভাগ্যবশত তিনি পুরস্কারটি জিততে পারেননি।
আরও পড়ুন: নির্যাতনে অসাড় হয়ে যায় মুখ, ননদ হংসিকা ও স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ আনলেন মুসকান
পুরস্কার জিতে না পারায় কী বললেন পরিচালক?
গোল্ডেন গ্লোবস পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পায়েল ছাড়াও উপস্থিত ছিলেন টমাস হাকিম, জুলিয়েন গ্রাফ, রণবীর দাস সহ আরও অনেকে। স্বনামধন্য এই ব্যক্তিত্বদের সঙ্গে একটি মিরর সেলফি পোস্ট করতে দেখা যায় পায়েলকে। ছবিটি পোস্ট করে পায়েল লিখেছেন, আমি কিছুই জিততে পারিনি, কিন্তু ভীষণ মজা পেয়েছি।

পায়েল ছবিটি পোস্ট করার সাথে সাথে তাঁর ডিজাইনার পায়েল খান্ডাওয়ালাকে ধন্যবাদ জানিয়ে পায়েল লিখেছেন, এই অসাধারণ ড্রেসটির জন্য অনেক অনেক ধন্যবাদ। এটি ভীষণ সুন্দর। তোমার অনবদ্য স্টাইলিং আমাকে কনফিডেন্স দিয়েছে।
প্রসঙ্গত, পায়েল কাপাডিয়া পরিচালিত ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ সিনেমাটি কান চলচ্চিত্র অনুষ্ঠানে দেখানোর পরেই বেশ কয়েকটি আন্তর্জাতিক পুরস্কারে পুরস্কৃত হয়েছে। এই সিনেমাটি নিউইয়র্ক ফ্লিম ক্রিটিক সার্কেল দ্বারা সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র হিসেবে মনোনীত হয়েছিল। শুধু তাই নয় সম্প্রতি গথাম পুরস্কারে পুরস্কৃত হয়েছে এই সিনেমাটি।
আরও পড়ুন: বরফের মধ্যে বাবা মায়ের রোম্যান্টিক ছবির বারোটা বাজাল ছোট্ট জেহ! কী কাণ্ড বাঁধাল নবাব-পুত্তুর?
দ্যা সাইট এন্ড সাউন্ড ম্যাগাজিনের বার্ষিক ৫০ টি সেরা চলচ্চিত্রের তালিকাতে শীর্ষস্থান অর্জন করেছে এই সিনেমাটি। তবে অস্কারের জন্য প্রথমে মনোনীত হলেও সিনেমাটিকে বাদ দিয়ে দেওয়া হয়, যার ফলে ভক্তদের মধ্যে তুমুল অসন্তোষ তৈরি হয়েছিল। যদিও কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিস’ প্রথমে মনোনীত হলেও সেটিও প্রথম ১৫- এর মধ্যে জায়গা করতে পারেনি।