1 মিনিটে পড়ুন Updated: 23 Jan 2023, 11:36 AM ISTPriyanka Bose
Vaibhavi Merchant on SRK's iconic adaab: ইউটিউবে ২৩০ মিলিয়ন ভিউ পার করেছে শাহরুখের ‘বেশরম রং’। গানের সমুদ্রের মাঝে ইয়টের মধ্যে শাহরুখের সঙ্গে ভরপুর রোম্যান্সে মজে দীপিকা। ছবি মুক্তির আগে এসআরকে-এর আইকনিক আদব সম্পর্কে মুখ খুলেছেন গানের কোরিওগ্রাফার বৈভবী মার্চেন্ট।
‘পাঠান’ নিয়ে চতুর্দিকে চর্চা। এই ছবির হাত ধরে ৪ বছর পর পর্দায় ফিরছেন বলিউডের বাদশা শাহরুখ খান। তাই ছবি নিয়ে শহরুখ-ভক্তদের মধ্যে চরম উন্মাদনা রয়েছেন। ডিসেম্বরে ইউটিউবে মুক্তি পেয়েছিল ছবির প্রথম গান ‘বেশরম রং’। গানে শাহরুখের সঙ্গী দীপিকা। ইউটিউবে এখন পর্যন্ত ২৩০ মিলিয়ন ভিউ পার করেছে গান।
‘হামে তো লুট লিয়া ইশকওয়ালো নে..’, গানের সমুদ্রের মাঝে ইয়টের মধ্যে শাহরুখের সঙ্গে ভরপুর রোম্যান্সে মজে দীপিকা। অভিনেত্রীকে একাধিক স্যুইস্যুট পরে একেবারে বোল্ড অবতারে দেখা মিলেছে। তুমুল সমালোচনা হয়েছে এই গান নিয়ে।
‘বেশরম রং’-এ মিউজিক দিয়েছেন বিশাল এবং শেখর। গানের কথা লিখেছেন কুমার। কণ্ঠ দিয়েছেন শিল্পা রাও, ক্যারালিসা মন্টিরো, বিশাল এবং শেখর। স্প্যানিশ লিরিক্সে বিশাল দাদলানি। কোরিওগ্রাফি করেছেন বৈভবী মার্চেন্ট। ছবি মুক্তির আগে এসআরকে-এর আইকনিক আদব সম্পর্কে মুখ খুলেছেন গানের কোরিওগ্রাফার।
বৈভবী বলেছেন, ‘সেটে হেঁটে বেড়ানোর সময় খুব নম্র শাহরুখ। একজন ক্যারিশম্যাটিক শাহরুখই যে সেরা, সেটা বোঝা যায়। আমার অনুমান, তিনি যে কাউকে মুগ্ধ করতে পারেন। যে কোন কিছু এবং যে কোনও সত্তাকে সেই বিষয়ে মোহময়ী করে তুলতে পারেন। তিনি সিনেমার সবচেয়ে সাধারণ, অসাধারণ মুহূর্তটি তৈরি করতে পারেন। এই ধরনের লোভনীয়তা, রহস্য এবং জাদু আছে তাঁর মধ্যে'।