বাংলা নিউজ > বায়োস্কোপ > Parambrata Chatterjee-Pavel: হাওয়া বদলে একসঙ্গে কাজ পরম-পাভেলের, একসময় বড় ঝামেলা হয়েছিল দু'জনের মধ্যে
পরবর্তী খবর
Parambrata Chatterjee-Pavel: হাওয়া বদলে একসঙ্গে কাজ পরম-পাভেলের, একসময় বড় ঝামেলা হয়েছিল দু'জনের মধ্যে
1 মিনিটে পড়ুন Updated: 09 Aug 2023, 03:15 PM ISTSubhasmita Kanji
Parambrata Chatterjee-Pavel: অবশেষে অভিমানের বরফ গলল পরমব্রত চট্টোপাধ্যায় এবং পাভেলের মধ্যে। সোনার পাহাড়ের পর আবার একত্রে কাজ করতে চলেছেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং পাভেল।
হাওয়া বদলে একসঙ্গে কাজ পরম-পাভেলের
সোনার পাহাড়কে কেন্দ্র করেই চিঁড় ধরেছিল বন্ধুত্বে। এই ছবিকে নিয়েই সমস্যা তৈরি হয় পরমব্রত চট্টোপাধ্যায় এবং পাভেলের মধ্যে। ছবিটির পরিচালনা করেছিলেন পরম এবং লিখেছিলেন পাভেল। যদিও প্রকাশ্যে পাভেলকে স্বীকৃতি দেননি পরিচালক। এই নিয়েই দুইয়ের মধ্যে দ্বন্দ্ব বাঁধে। দূরত্ব বাড়ে দুজনার। অবশ্য সময়ের প্রলেপে সেই ক্ষত ভরেছে। আবার একসঙ্গে কাজ করতে চলেছেন তাঁরা।
২০১৮ সালে সোনার পাহাড়ের পর যে সমস্যা তৈরি হয়েছিল সেটা বদলালো হাওয়া বদল ২ দিয়ে। হাওয়া বদল ২ ছবিটির শুভ মহরত কিছুদিন আগেই অনুষ্ঠিত হয়েছে। এখানে আগের মতো রুদ্রনীল ঘোষ, পরমব্রত চট্টোপাধ্যায় এবং রাইমা সেনকে দেখা যাবে। এই ছবির গল্প লিখেছেন পাভেল। কিন্তু কোন মন্ত্রে তাঁদের ভুল বোঝাবুঝি মিটল?
এই প্রসঙ্গে আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে পাভেল বলেন, 'হ্যাঁ সোনার পাহাড় নিয়ে আমাদের মধ্যে ঝামেলা হয়েছিল। কিন্তু ছবিটি যখন সেরা কাহিনীকারের পুরস্কার পায় তখন সেই অনুষ্ঠানের মঞ্চে পরম দা (পরমব্রত চট্টোপাধ্যায়) আমায় ভাই বলে ডাকে। সেই থেকে বরফ গলে অভিমানের।'
তিনি হাওয়া বদল প্রসঙ্গে জানান, 'আমায় বহুদিন ধরেই হাওয়া বদল ২ এর গল্প লিখতে বলছিল। অবশেষে সেটা হল। যদিও এখানে কাহিনীকার হিসেবে আমার একার নাম থাকবে। কিন্তু আদতে আমায় গল্প লিখতে অনেকটাই সাহায্য করেছে পরম দা।'