জি বাংলার ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে অভিনয় করে বাঙালির ঘরের মেয়ে হয়ে উঠেছিলেন পল্লবী শর্মা। ধারাবাহিক শেষ হতে বেশ কিছুদিন ছুটিতে ছিলেন তিনি। এবার আবার ছোটপর্দায় ফিরতে চলেছেন অভিনেত্রী। বিপরীতে অভিনয় করবেন ‘গৌরী এলো’ ধারাবাহিকের ঈশান ওরফে বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়।
জি বাংলার নতুন ধারাবাহিক ‘তারে ধরি-ধরি মনে করি’ সিরিয়ালে অভিনয় করবেন এই জুটি। ‘গৌরী এলো’ ধারাবাহিক শেষ হওয়ার প্রায় আড়াই বছর পর ছোটপর্দায় ফিরতে চলেছেন বিশ্বরূপ। অন্যদিকে পল্লবীও এবার নিজেকে নতুন আঙ্গিকে সবার সামনে মেলে ধরার জন্য প্রস্তুত।
আরও পড়ুন: বেড়াজাল টপকে বাংলাদেশে সম্মানিত হল ‘পদাতিক’, ছবি ভাগ করে নিলেন সৃজিত
আরও পড়ুন: প্রয়াত গায়ক জুবিন গর্গ, স্কুবা ডাইভিং করতে গিয়ে ঘটে দুর্ঘটনা
সৃজিত রায় এবং সৌভিক চক্রবর্তী প্রযোজিত এই ধারাবাহিকে বিশ্বরূপের চরিত্র নাম হতে চলেছে ‘গোরা’। এই চরিত্রটি সাংসারিক জীবনের থেকে বেশি পছন্দ করে আধ্যাত্মিক জগতকে। কিন্তু এই গোরার সঙ্গে যখন দেখা হয় ‘রূপমঞ্জুরী’ অর্থাৎ পল্লবীর সঙ্গে, তখন কি সে সাংসারিক জীবনের মোহ ত্যাগ করতে পারবে? উত্তর পাওয়া যাবে ধারাবাহিকের গল্প চলাকালীন। উল্লেখ্য, সিরিয়ালটির গল্প বুনন করা হয়েছে নবদ্বীপের প্রেক্ষাপটে।
প্রসঙ্গত, ‘গৌরী এলো’ ধারাবাহিকের পর বড় পর্দায় অভিনয় করতে দেখা গিয়েছিল বিশ্বরূপকে। রুক্মিণী মৈত্রের সঙ্গে ‘হাঁটি হাঁটি পা পা’ সিনেমায় এবং বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে ‘মেখলা’ ছবিটি অভিনয় করেছিলেন বিশ্বরূপ।
আরও পড়ুন: বিতাড়িত নন, নিজেই ‘কল্কি’ ছেড়েছেন দীপিকা, নেপথ্যে রয়েছে কোন কারণ?
আরও পড়ুন: রামকমলের ‘বিনোদিনী’ এবার বোস্টনে, উচ্ছ্বসিত পরিচালক দিলেন বড় খবর
এছাড়াও ডিজিটাল প্লাটফর্মে অভিনয় করতে দেখা যায় বিশ্বরূপকে। সম্প্রতি জি ফাইভ বুলেট অ্যাপের মাইক্রো সিরিজ ‘ছায়াসঙ্গী’ সিরিজে শ্রুতি দাস এবং রূপসা মুখোপাধ্যায়ের সঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছিল বিশ্বরূপকে।
অন্যদিকে পল্লবীকে আবার ছোট পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন ভক্তরা। তবে জি বাংলার পর্দাতেই পল্লবীর ফিরে আসা অনেকটা ঘরে ফেরার মতো, এতে শুধু পল্লবী একা নন, দর্শকরাও ভীষণ খুশি।
যদিও এই ধারাবাহিকের আগমনে কোন সিরিয়াল শেষ হয়ে যাবে, সেটা এখনও জানা যায়নি। তবে টি আর পি - এর খেলায় নতুন নতুন সিরিয়ালের আগমন নতুন কিছু নয়।