সাত পাক ঘুরতে চলেছেন গায়িকা পলক মুচ্ছল আর সুরকার মিথুন। দুই সঙ্গীতশিল্পী একসঙ্গে প্রথম কাজ করেন ‘আশিকি ২’ ছবিতে। প্রাক বিয়ের পর্বের অনুষ্ঠানে পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে মেতে উঠেছিলেন এই হবু দম্পতি।
শুক্রবার গায়ের হলুদের অনুষ্ঠান ছিল পলকের। নেটমাধ্যমে হু হু করে ভাইরাল হয়েছে অনুষ্ঠানের অন্দরের ছবি। ৬ নভেম্বর জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন দুজনে। গায়িকার ভাই পলাশ, অভিনেতা শিবা পলকের গায়ে হলুদ অনুষ্ঠানের একাধিক ছবি নিজেদের ইনস্টাগ্রামের পাতায় শেয়ার করেছেন।
আরও পড়ুন: প্রায় একবছর পর ছোট পর্দায় ফিরছেন শ্রুতি দাস, কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে
এই অনুষ্ঠানে হলুদ লেহেঙ্গায় ঝলমল করছেন হবু কনে। গায়ে হলুদের অনুষ্ঠানে আপাদ মস্তক হলুদ সাজে নিজেকে সাজিয়েছেন গায়িকা। হলুদ পোশাকের সঙ্গে হলুদ ফুলের সাজে গায়ে হলুদে প্রাক বিবাহের অনুষ্ঠানে নজর কেড়েছেন পলক। এরপর এদিন মেহেন্দি অনুষ্ঠান পর্বে টিল রঙের লেহেঙ্গায় ধরা দেন গায়িকা। পরিবার এবং ঘনিষ্ঠদের সঙ্গে প্রাক বিয়ে অনুষ্ঠানে প্রচুর ছবি তুলেছেন তিনি।