পাকিস্তানি টেলিভিশনের পরিচিত মুখ, নাম ইমরান আব্বাস। তবে পাকিস্তানি সিনেমায় তাঁকে সেভাবে দেখা যায়নি, যদিও আবার তিনি কাজ করেছেন বলিউডের ছবিতে। রণবীর কাপুরের সঙ্গে 'অ্যায় দিল হ্যায় মুশকিল', ছবিতে কাজ করেছেন ইমরান। ২০১৪ সালে বিপাশা বসুর সঙ্গে 'ক্রিয়াচার' বলে একটি ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। ভারতীয় ছবিতে কাজ করছেন অথচ পাকিস্তানের ছবিতে কেন নয়? সম্প্রতি এমনই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল ইমরান আব্বাসকে।
পাক অভিনেতা ইমরান আব্বাস সম্প্রতি হাজির হয়েছিলেন শোয়েব-সানিয়ার ‘দ্য মির্জা মালিক’ শোয়ে। শোয়েব মালিক তাঁকে প্রশ্ন করেন পাকিস্তানের ছবির বদলে ভারতীয় ছবিতে কেন অভিনয় করছেন? উত্তরে তিনি বলেন, তাঁর কাছে পাক ছবিতে কাজের প্রস্তাবও এসেছে। তবে চিত্রনাট্য় পছন্দ না হওয়ার কারণে, সেই ছবিগুলিতে তিনি কাজ করেননি। ইমরানের দাবি, চিত্রনাট্যের কারণেই পিছিয়ে পড়ছে পাকিস্তানি সিনেমা। ভালো চিত্রনাট্য লিখতে হলে পাকিস্তানকে আরও অনেক এগোতে হবে। ইমরান আব্বাসের কথায়, 'আমার বাড়িতে ৫০টি চিত্রনাট্য পড়ে রয়েছে। যদিও আমার আগামী কাজগুলির একটিও পাকিস্তানের নয়, আগামী দুটি কাজের একটি আমেরিকার, অন্যটি ভারতীয়, যার মধ্যে একটি পাঞ্জাবি ছবি। সেটিতে কাজ করতে আমি আগ্রহী কারণ, পাঞ্জাবি ছবি গোটা বিশ্বেই বেশ জনপ্রিয়। এই ভাষা আপনারও হয়ত হৃদয় ছুঁয়ে যাবে।

ইমরান আব্বাস, পাকিস্তানি অভিনেতা

‘দ্য মির্জা মালিক’ শো
ইমরানকে প্রশ্ন করা হয়, এমন অভিনেতার নাম করতে যাঁর সঙ্গে তিনি ভবিষ্যতে কাজ করতে চাইবেন। উত্তর দিতে গিয়ে ইমরান বলেন, ‘আমি আজকাল টেলিভিশনই বেশি দেখি, তবা আমার মনে হয় আলিয়া ভাট একজন ভালো অভিনেত্রী। আমি সেই সময় থেকে আছি যখন মাধুরী দীক্ষিত এবং রানি মুখোপাধ্যায়কে ডিভা বলা হত। তবে আলিয়া সমসাময়িকদের মধ্যে সেরা অভিনেত্রী।’
প্রসঙ্গত খুব শীঘ্রই ইমরান আব্বাস ‘জি ভে সোহনেয়া জি' নামে একটি পাঞ্জাবি ছবিতে করতে চলেছেন। চলতি বছরেই, অভিনেতা নিজের ইনস্টাগ্রামে এই খবরটি সকলকে জানান। ছবিটির মোশন পোস্টার পোস্ট করেন। ছবিটি পরিচালনা করেছেন বিজয় কুমার অরোরা। এই ছবিতে রয়েছেন সিমি চাহাল।