
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
টলি পাড়ার অন্যতম চর্চিত এবং আদর্শ জুটিদের একটি হল অঙ্কুশ হাজরা এবং ঐন্দ্রিলা সেন। ওই আর কি যাঁদের পাওয়ার কাপল বলে। তাঁদের সম্পর্কের সূচনা আজ নয়। বহুদিন আগে। সেই সম্পর্কের বয়স দেখতে দেখতে এক যুগ পার করে ফেলেছে। এই সময়ের মধ্যে তাঁরা তাঁদের সম্পর্কের নানা চড়াই উতরাই দেখেছেন। ঐন্দ্রিলার সঙ্গে সম্পর্কে থাকাকালীন নাকি একাধিক বার অভিনেতা একাধিক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। সেই কথা অঙ্কুশ নিজেই জানিয়েছিলেন।
টলিউডে মজার মানুষ হিসেবে পরিচিত অঙ্কুশ একবার একটি অ্যাওয়ার্ড শোতে গিয়েছিলেন প্রেমিকার সঙ্গেই। সেখানেই তিনি তাঁর উদ্দেশে বলেন, 'যাই করি জীবনে তুমি ছিলে, আছে, থাকবে। মাঝেমধ্যে পা হড়কে যায়। সরল তো আমি, তাই আমি এসে ঠিক ক্ষমা চেয়ে নেব। তুমি ক্ষমা করে দিও। দু-একবার ধরা পড়েছি।'
সত্যি নাকি! দু একবার ধরাও পড়েছেন তিনি! কীভাবে কোথায় ধরা পড়েন অভিনেতা? অঙ্কুশের কথায়, 'তুমি তখন আমার পুরনো ফোন দেখেছিলে। আমায় প্লিজ ক্ষমা করে দাও।' ভুল করলেও এভাবেই সবার সামনে তিনি ক্ষমা চেয়ে নেন।
কানাঘুষোয় শোনা যায়, কয়েক বছর আগে নাকি অঙ্কুশের সঙ্গে বাংলা বিনোদন জগতের অন্যতম প্রথম সারির অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক হয়। যদিও সেই সম্পর্কের পথচলা দীর্ঘ ছিল না। কয়েকদিনেই সেটা ভেঙে যায়। বর্তমানে সেই অভিনেত্রীও সুখে সংসার করছেন এদিকে অঙ্কুশও ঐন্দ্রিলাকে নিয়ে ভালো আছেন।
এই বিষয়ে উল্লেখযোগ্য তাঁরা এই বছর লাভ ম্যারেজ সেরে ফেলতে চলেছেন। না না, বাস্তবে কবে হবে সেটা এখনও জানা না গেলেও পর্দায় যে এই বছরই সেটা হবে সেটা জানা গিয়েছে। এপ্রিল মাসেই আসছে তাঁদের নতুন ছবি লাভ ম্যারেজ। এখানে অন্যান্য ভূমিকায় দেখা যাবে রঞ্জিত মল্লিক, অপরাজিতা আঢ্য, প্রমুখ। আপাতত অঙ্কুশ, ঐন্দ্রিলা দুজনেই এই ছবির প্রচার নিয়ে ব্যস্ত।
তবে জানা গিয়েছে পর্দার পাশাপাশি নাকি এই বছরেই তাঁরা আইনি বিয়ে সারতে চলেছেন।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports