
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
নুসরত জাহানকে নিয়ে যত না বিতর্ক হয়, তার থেকে বেশি বিতর্ক বোধহয় তিনি নিজেই তৈরি করেন। এই যেমন রবিবার ইনস্টায় একটি স্টোরি শেয়ার করেছেন অভিনেত্রী। সেটা আবার নিজের স্টোরিতে শেয়ার করেছেন যশ! তবে, সেটা কোনও ছবি নয়, একটা কোট। যার নানা রকম অর্থ বের করা ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন নেটিজেনরা।
সেই কোটের অনুসারে, তিনি জীবনে এনেক ভুল করেছেন। কিন্তু এই একটা ভুলের জন্যও যদি তিনি তাঁর প্রিয়তম (পড়ুন যশ)কে পেয়ে থাকেন, তবে তিনি নিজেকে ক্ষমা করতে রাজি। শুধু তাই নয় ‘হাজবেন্ড’ যশকে ট্যাগও করেছেন এতে। আর এই কোট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে যশ বুঝিয়ে দিয়েছেন এটা নুসরতের জবাব তাঁদের, যাঁরা তাঁর আর যশের সম্পর্ক নিয়ে কাঁটাছেড়া করেন। বুঝিয়েছেন, তিনিও প্রিয়তমার সাথে একমত।
নুসরত জাহানকে নিয়ে যত না বিতর্ক হয়, তার থেকে বেশি বিতর্ক বোধহয় তিনি নিজেই তৈরি করেন। এই যেমন রবিবার ইনস্টায় একটি স্টোরি শেয়ার করেছেন অভিনেত্রী। সেটা আবার নিজের স্টোরিতে শেয়ার করেছেন যশ! তবে, সেটা কোনও ছবি নয়, একটা কোট। যার নানা রকম অর্থ বের করা ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন নেটিজেনরা।
সেই কোটের অনুসারে, তিনি জীবনে এনেক ভুল করেছেন। কিন্তু এই একটা ভুলের জন্যও যদি তিনি তাঁর প্রিয়তম (পড়ুন যশ)কে পেয়ে থাকেন, তবে তিনি নিজেকে ক্ষমা করতে রাজি। শুধু তাই নয় ‘হাজবেন্ড’ যশকে ট্যাগও করেছেন এতে। আর এই কোট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে যশ বুঝিয়ে দিয়েছেন এটা নুসরতের জবাব তাঁদের, যাঁরা তাঁর আর যশের সম্পর্ক নিয়ে কাঁটাছেড়া করেন। বুঝিয়েছেন, তিনিও প্রিয়তমার সাথে একমত।|#+|
২০২০ সালে হঠাৎই নিখিলের ঘর ছাড়েন নুসরত। তারপর তাঁর আর যশের সম্পর্কের গুঞ্জনে যখন সরগরম চারিদিক তখন সামনে আসে বেবি বাম্প নিয়ে নুসরতের ছবি। নিখিল যে বাবা নয়, তা স্পষ্ট করে জানিয়ে দেন। তারপর নুসরত প্রেস বিবৃতিতে তাঁর আর নিখিলের বিয়ে ভারতে আইনত বৈধ নয় জানিয়ে সেটাকে সহবাসের নাম দেন। এখন যদিও নুসরত ছেলে ঈশান আর বর যশ দাশগুপ্তর সাথে চুটিয়ে সংসার করছেন। তিনি আর যশ যে বিবাহিত সেটাও মেনে নিয়েছেন। পুজো, দিওয়ালির মতো উৎসবে শাঁখা, পলা, সিঁদুরেও সাজিয়েছেন নিজেকে। কিন্তু তাতে ট্রোলিং কিছুই কমেনি।
কাজের সূত্রে সদ্য যশের সাথে কাশ্মীরে গিয়ে একটি গানের শ্যুট করে এসেছেন তিনি। কলকাতায় জোর কদমে চলছে তাঁর পরবর্তী ছবি ‘জয়কালী কলকত্তেওয়ালী’র শ্যুটও। এসবেরই মাঝে রেডিও শো হোস্ট হিসেবেও দেখা যাবে নুসরতকে ইশক এফএমে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports