বাংলাদেশে ফের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ বিগড়ে যাচ্ছে। ফের পালাবদলের ইঙ্গিত! এমনকী প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করছেন বলেও খবর। এসবের মধ্য়েই এবার ইউনুসকে নিয়ে বিস্ফোরক পোস্ট করলেন লেখিকা তসলিমা নাসরিন।
ফেসবুকে পোস্ট করে কী লিখেছেন তসলিমা?
‘শুনেছি ইউনুস সাহেব পদত্যাগ করবেন, পদত্যাগ করে ইউরোপ বা আমেরিকায় বাকি জীবন আরাম করতে চলে যাবেন। তাঁকে যেতে দেওয়া হবে কেন? তাঁকে তো জেলে নিতে হবে। তিনি দেশে ঢুকেই নিজের বিরুদ্ধে ৫টি মামলা খারিজ করিয়ে নিয়েছেন। প্রধান উপদেষ্টা পদে থেকে তিনি যেভাবে জিহাদি জঙ্গি জনতাকে মব ভায়োলেন্সে ইন্ধন জুগিয়েছেন, যেভাবে ঘৃণা আর হিংসে ছড়িয়েছেন বিরোধী দলকে নিশ্চিহ্ন করার জন্য, যেভাবে রিসেট বাটন টিপে তৌহিদী জনতাকে খুনখারাবি করার জন্য উত্তেজিত করেছেন, কম মানুষের তো ক্ষতি হয়নি , কম মানুষের তো মৃত্যু হয়নি! তাঁকে তো পাপের প্রায়শ্চিত্য কিছু করতেই হবে। গত ৯ মাসে তিনি যে উন্মত্ত, অস্থির, অবিবেচক, অসহিষ্ণু প্রজন্মের জন্ম দিয়েছেন, যে অশান্তির ফোয়ারা বইয়েছেন দেশে, যে জিহাদি তাণ্ডব ঘটিয়েছেন, যে ভাঙচুর আর আগুন ঘটিয়েছেন শিষ্যদের লেলিয়ে দিয়ে, যে হারে নিরপরাধ মানুষকে হত্যা মামলার আসামী করে জেলে পুরেছেন, যেভাবে করিডোর আর বন্দর বিদেশি সামরিক শক্তির কাছে সঁপে দিয়েছেন, প্রতিবেশি দেশের সঙ্গে সম্পর্ক নষ্ট করেছেন, তার জন্য কোনওরকম বিচারের মুখোমুখি না হয়ে তিনি মুক্তি পেয়ে যাবেন? তাঁকে তো তাঁর অন্যায়ের শাস্তি পেতেই হবে। বাকি জীবন তাঁকে তো জেলেই কাটাতে হবে। তাঁর চেয়ে কম অন্যায় করে কত মানুষের যাবজ্জীবন হয়েছে, তাঁর হবে না কেন?’
ইউনুসকে কেন জেলে পাঠানো দরকার তার জন্য নির্দিষ্ট কিছু কারণ উল্লেখ করেছেন লেখিকা।
প্রথমত, তিনি( মহম্মদ ইউনুস) দেশে ঢুকেই নিজের বিরুদ্ধে ৫টি মামলা খারিজ করিয়ে নিয়েছেন
দ্বিতীয়ত জেহাদি জঙ্গি জনতাকে গণ হিংসায় ইন্ধন দিয়েছিলেন।
তৃতীয়ত নিরাপরাধ মানুষকে হত্যা মামলায় আসামি করে জেলে ভরেছেন।
চতুর্থত করিডোর আর বন্দর বিদেশ শক্তির হাতে সঁপে দিয়েছেন।
পঞ্চমত প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক নষ্ট করেছেন।
ইউনুসের বিরুদ্ধে একেবারে ভুরি ভুরি অভিযাগের কথা উল্লেখ করেছেন তসলিমা। ‘অন্যায়ের শাস্তি পেতেই হবে’ ইউনুসকে, দাবি তসলিমার। তবে শেষ পর্যন্ত বাংলাদেশ কোন জায়গায় গিয়ে দাঁড়ায় সেটাই এখন দেখার।