অসুস্থ নিক জোনাস। বাতিল হয়েছে তাঁর গানের কনসার্ট। কী এমন হয়েছে প্রিয়াঙ্কা চোপড়ার স্বামীর? নিজেই ভিডিয়ো পোস্ট করে বিস্তারিত জানিয়েছেন নিক। নিক জানিয়েছেন তিনি ইনফ্লুয়েঞ্জা A রোগে আক্রান্ত। শুক্রবার ইনস্টাগ্রামে ভিডিয়ো পোস্ট করে নিক জানান, তিনি অসুস্থতার কারণে মঞ্চে পারফর্ম করতে পারবেন না। অনুরাগীদের 'হতাশ' করার জন্য ক্ষমাও চেয়েছেন পপ গায়ক। নিক জোনাস জানান, ‘জোনাস ব্রাদার্স’-এই শো অন্যদিন অনুষ্ঠিত হবে। প্রসঙ্গত ‘জোনাস ব্রাদার্স’-টিমে রয়েছেন নিক ও তাঁর দুই ভাই কেভিন জোনাস, জো জোনাস। চলতি সপ্তাহেই মেক্সিকোতে পারফর্ম করার কথা ছিল তাঁদের।
ঠিক কী জানিয়েছেন নিক?
ভিডিওতে নিক বলেন, 'সবাই হ্য়ালো, আমি নিক। আমি কিছু খবর শেয়ার করতে এসেছি। কয়েকদিন আগে আমাকে কিছুটা রুক্ষ লাগতে শুরু করে। আর সেই রাতে ঘুম থেকে উঠে দেখি আমার গলার স্বর বের হচ্ছে না। গত দুই-আড়াই দিনে ক্রমশ অবস্থা খারাপ হয়। গতকাল সারাদিন বিছানায় শুয়ে ছিলাম, জ্বর, গায়ে ব্যথা, গলায় ব্যথা আর প্রচণ্ড কাশি। তিনি আরও বলেন, তিনি ডাক্তার দেখিয়েছেন, তবে শারীরিক পরিস্থিতির এখনও উন্নতি হয়নি।
আরও পড়ুন-‘বিদায়!’ রূপঙ্কর বাগচীর আচমকা এমন ফেসবুক পোস্ট ঘিরে হইচই, কী আবার হল?