বাংলা নিউজ > বায়োস্কোপ > Ira-Nupur Marriage: বিয়ে সেরেই বরের জন্য বিশেষ পোস্ট নববিবাহিতা ইরার, কী লিখলেন আমির কন্যা?
পরবর্তী খবর
Ira-Nupur Marriage: বিয়ে সেরেই বরের জন্য বিশেষ পোস্ট নববিবাহিতা ইরার, কী লিখলেন আমির কন্যা?
1 মিনিটে পড়ুন Updated: 04 Jan 2024, 04:32 PM ISTSubhasmita Kanji
Ira-Nupur Marriage: বুধবার, ৩ জানুয়ারি বিয়ে করলেন নূপুর শিখরে এবং ইরা খান। বিয়ের পরই স্বামীকে নিয়ে কী লিখলেন আমির কন্যা?
বিয়ে সেরেই বরের জন্য বিশেষ পোস্ট নববিবাহিতা ইরার
মুম্বইতে বুধবার, ৩ জানুয়ারি বসেছিল আমির কন্যা ইরার বিয়ের আসর। ইরা এবং নূপুর শিখরে দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর এদিন গাঁটছড়া বাঁধেন। বিয়ের পরই বরের জন্য বিশেষ একটি পোস্ট করলেন নববিবাহিতা ইরা। বৃহস্পতিবার বরের সঙ্গে পোস্ট করা সেলফিতে কী লিখলেন তিনি?
বিয়ের পর ইরার প্রথম পোস্ট
বিয়ের পর ইরা নূপুরের সঙ্গে একটি সেলফু পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। ইনস্টাগ্রামের স্টোরিতে তিনি যে ছবি পোস্ট করেছেন সেখানে তাঁকে তোয়ালের গাউন এবং ব্রাইড টু বির হেয়ারব্যান্ড পরে থাকতে দেখা যাচ্ছে। অন্যদিকে নূপুর যেটা পরে বিয়ে করেছেন সেই কালো স্যান্ডো গেঞ্জি এবং সাদা হাফ প্যান্ট পরে আছেন।
বিয়ের একদিন আগে নূপুরও ইরার জন্য একটি পোস্ট করেন। সেখানে লেখেন 'আর মাত্র একটা দিন বাকি তোমার ফিয়ন্সে হিসেবে। আমি তোমায় ভীষণ ভালোবাসি।'
আমির খান এবং তাঁর প্রথম স্ত্রী রীনা দত্তের মেয়ে হলেন ইরা খান। আমির এবং রীনা প্রায় পনের বছর দাম্পত্য জীবন কাটিয়েছেন। তারপর তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়। এরপর কিরণ রাওকে বিয়ে করেন আমির। তাঁরাও ১৫ বছর সুখী দাম্পত্য জীবন কাটানোর পর ২০২১ সালের জুলাই মাসে তাঁরাও আলাদা হয়ে যান। তবে এদিন ইরার বিয়েতে আমিরের দুই প্রাক্তন স্ত্রীকেই উপস্থিত থাকতে দেখা যায়। কিরণ রাওয়ের সঙ্গে নাচ করার পাশাপাশি তাঁকে চুমুও খান মিস্টার পারফেকশনিস্ট। রীনাকে পাশে নিয়ে বিয়ে দেন মেয়ের।
ইরা এবং নূপুর ২০২০ সাল থেকে একসঙ্গে আছেন। পেশায় ফিটনেস ট্রেনার নূপুরকে প্রথমে ভালোবাসত চাননি ইরা। পরে তাঁদের মধ্যে যখন সম্পর্কও হয় তখন সবটা অনেক দ্রুত এগিয়ে যায়। গত বছর তাঁরা বাগদান সারেন। এরপর ৩ জানুয়ারি পরিবারের উপস্থিতিতে বিয়ে করেন ইরা এবং নূপুর।
বিয়ের পর নূপুরকে নীল শেরওয়ানিতে দেখা যায়। অন্যদিকে ইরা পরেছিলেন আইভরি এবং নীল রঙের মিশেলের লেহেঙ্গা। মেয়ে জামাইকে নিয়ে এদিন পোজ দেন আমির। তাঁকে বেইজ রঙের শেরওয়ানি এবং গোলাপি পাগড়িতে দেখা যায়।