সিনেমা শুরুর আগে প্রেক্ষাগৃহে ধূমপান বিরোধী বিজ্ঞাপনে অক্ষয় কুমারকে আর দেখতে পাবেন না দর্শকরা। বলিউড হাঙ্গামার একটি নতুন প্রতিবেদনে জানানো হয়েছে যে, সিবিএফসি অক্ষয় কুমারের ধূমপান বিরোধী বিজ্ঞাপনটি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।
ধূমপান বিরোধী বিজ্ঞাপনে অক্ষয় কুমার আর নয়
অক্ষয় কুমারের ‘নন্দু’-এর বিজ্ঞাপনের জায়গায় আসা নতুন বিজ্ঞাপনটিতে দেখা গিয়েছে যে কীভাবে তামাক ছাড়ার ফলে ২০ মিনিটের মধ্যে একজন মানুষের শরীরে ইতিবাচক পরিবর্তন আসতে শুরু করে। কিন্তু সেই বিজ্ঞাপনের সঙ্গে অক্ষয় কুমারের বিজ্ঞাপনটি না রাখার কোনও কারণ এখনও স্পষ্ট নয়।
গত শুক্রবার আলিয়া ভাট অভিনীত 'জিগরা' ও রাজকুমার রাও এবং তৃপ্তি দিমরি অভিনীত ‘ভিকি অউর বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিয়ো’ সহ বাংলা পুজোর ছবি 'টেক্কা', 'বহুরূপী'-এর আগেও প্রেক্ষাগৃহে নতুন বিজ্ঞাপন দেখানো হয়েছে। সেখানে অক্ষয় কুমারের বিজ্ঞাপন একবার দেখানো হয়নি। এমনকী দ্বিতীয়ার্ধের আগেও নয়।
২০১৮ সালের স্বাধীনতা দিবসের ছবি 'গোল্ড' মুক্তির সময় মুক্তি পেয়েছিল অক্ষয় কুমার অভিনীত এই বিজ্ঞাপনটি। এটি তার ২০১৮ সালে মুক্তি পাওয়া ছবি ‘প্যাডম্যান’-এর প্রচারের সহায়ক একটি বিজ্ঞাপন ছিল। ‘প্যাডম্যান’ অরুণাচলম মুরুগানানথমের জীবনের উপর ভিত্তি করে তৈরি একটি ছবি। অরুণাচলম মুরুগানানথম প্রথম গ্রামাঞ্চলের মহিলাদের জন্য কম খরচে স্যানিটারি প্যাড তৈরি করেছিলেন। এই ছবিতে অক্ষয় কুমার ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছিল সোনাম কাপুর এবং রাধিকা আপ্তেকে।
আরও পড়ুন: প্রাক্তন স্ত্রীদের গায়ে হাত তুলতেন কি? সলমনের প্রশ্নের চাপে মুখ খুললেন করণ বীর
প্রসঙ্গত, বিজ্ঞাপনটিতে ‘নন্দু’-এর চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা অজয় সিং পাল। বিজ্ঞাপনটিতে দেখা গিয়েছিল, হাসপাতালের কাছে দাঁড়িয়ে ধূমপান করছেন পর্দার 'নন্দু' অজয় সিং পাল। হাসপাতালের কাছে কেন দাঁড়িয়ে নন্দু? সেই প্রশ্নের উত্তরে ‘প্যাডম্যান’ জানতে পারে ‘নন্দু’-এর স্ত্রী মাসিক সংক্রান্ত সমস্যার জন্য অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। তা শুনে ‘প্যাডম্যান’ 'নন্দু'কে সিগারেট ছাড়ার পরামর্শ দেয়। জানায় সিগারেট শরীরের জন্য কতখানি ক্ষতিকারক। পাশাপাশি ‘প্যাডম্যান’ জানায় যে, দুটি সিগারেট কেনার জন্য ব্যয় করা অর্থ দিয়ে কীভাবে মাসিকের সময় তার স্ত্রীকে স্যানিটারি প্যাড দিয়ে তার জীবনরক্ষা করতে পারা যাবে।'
আরও পড়ুন: আবার ‘ফেলুদা’! সঙ্গে ‘ডাইনি’ মিমি, নতুন ‘একেনবাবু’ সিরিজ! বাংলা ওয়েবে কী কী চমক
উল্লেখ্য, একটি মাল্টিপ্লেক্সের এক কর্মকর্তা বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, ‘এটি আমার প্রিয় ধূমপান বিরোধী বিজ্ঞাপন ছিল। কারণ এতে কোনও অস্বস্থিকর দৃশ্য ছিল না, উপরন্তু গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হয়েছিল। সিনেমাপ্রেমীদের বিজ্ঞাপনের সংলাপগুলি নকল করতে দেখেও মজা হত। সর্বোপরি, ৬ বছর ধরে বিজ্ঞাপনটি দেখছিলেন দর্শকরা। সিনেমাপ্রেমীরা এর সব লাইন মুখস্থ করে ফেলেছিলেন! আমি নিশ্চিত যে আমি ছাড়াও আরও অনেক সিনেপ্রেমী এই বিজ্ঞাপনটি মিস করবেন।’