
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
ফুটপাথে পাইস হোটেল চালাতে গিয়ে নন্দিনী গাঙ্গুলী আসেন প্রথম আলোতে। আর এখন নন্দিনীর জনপ্রিয়তা হয়তো অনেক বাঘা বাঘা তারকাদেরও হার মানাবে। সিনেমায় নেমে গিয়েছেন তিনি, ইউটিউবে ভ্লগ বানানো তো আছেই। সঙ্গে আবার ডালহৌসির হোটেলের সঙ্গে খুলে ফেলেছেন নতুন দোকান নিউটাউনেও।
অবস্থা এমন যে নন্দিনী দিদি এখন সেজেগুজে বিয়ে বাড়ি গেলেও ভিডিয়ো ছড়িয়ে যায় ইউটিউবে। সামাজিক মাধ্যমে দিদির রূপের বাহবা চলতে থাকে। শীত মানেই বিয়ের সিজন। বাংলায় ঠান্ডা এখন হয়তো বিদায় নিতে চলেছে। তাতে কি, নন্দিনী দিদি সেজেগুজে হাজির হলেন এক সহ ইউটিউবারের বিয়েতে।
জরদৌসি কাজের সোনালি রঙের শাড়ি পরেছিলেন নন্দিনী। খোলা চুল, কানো ঝোলা দুল, ম্যাচিং পেনডেন্ট। হাজারও কাজের ব্যস্ততা থাকলেও, সাজুগুজুতে এক ফোঁটা ফাঁক রাখেননি। যা নিয়ে মস্করা করে একটি রিলস বানিয়ে শেয়ারও করা হয়েছে ‘ল্যাদখোর ফুডি’ নামের একটি চ্যানেল থেকে।
‘আমাকে বলে দিয়েছে বেশি কিন্তু সাজবে না। এরকম কিন্তু করবে না। ওরকম কিন্তু করবে না। আমি কিচ্ছু করিনি। শুধু একটু হালকা মেকআপ করে চলে এসছি।’, বলতে শোনা গেল নন্দিনীকে। খুব সম্ভবত, নিজের হবু বরের কথাই বললেন তিনি। এরপর সেই ইউটিউবার মস্করা করে বলেন, ‘দেখে তো মনে হচ্ছে না একটুও সাজোনি’। ‘চোখ দুটো দেখ তাহলে বুঝতে পারবি। শুধু চোখে মেকআপ করেছি। ভাবলাম যদি একটা-দুটো প্রোপোজাল পাই।’
এর আগে নন্দিনীকে বলতে শোনা গিয়েছিল ২০২৩ সালেই বিয়েটা করে ফেলবেন তিনি। এমনকী, প্রেমিক রুদ্র দাসের সঙ্গেও সকলের পরিচয় করিয়ে দেন। আর জানান, তাঁর মতোই হোটেলের ব্যবসাতে রয়েছেন রুদ্র। যদিও সে খাবার হোটেল চালায় না, সিমলাতে থাকার হোটেলের ব্যবসা রুদ্রর। বেশিরভাগ সময় কলকাতার বাইরেই থাকে সে। মন দিয়ে ফেলেছেন আগেই। এবার শুধু আইনত সম্পর্ককে একটা নাম দেওয়ার পালা।
যদিও ২০২৩ পেরিয়ে ২০২৪ সাল এসে গেলেও, নন্দিনীর বিয়ের পিঁড়িতে বসার খবর এখনও অন্তত সামনে আসেনি। তবে নিজের কাজে যে মন দিয়েছেন তা স্পষ্ট। ডালহৌসির হোটেলটি ভাড়ার তা জানিয়েছিলেন নিজের মুখে। এবার নিউটাউনের হোটেবটি তাঁদের নিজস্ব। মাথায় রয়েছে ছাদ। তারদিক ঘেরা। দিন-রাত সবসময় খোলা। প্রথম দিন থেকেই ভালো খদ্দের হচ্ছে সেই দোকানে। নতুন হোটেলের নাম রেখেছেন ‘নন্দিনীদির হেঁশেল’।
একইসঙ্গে তিন সত্যি নামে একটি সিনেমার নায়িকাও তিনি। যাতে আরও রয়েছেন সাবিত্রী চট্টোপাধ্যায়। খবর, খুব জলদি নিজের তৃতীয় হোটেল খুলবেন তিনি। চলতি বছরেই হবে সেই শুভকাজ।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports