1 মিনিটে পড়ুন Updated: 16 Nov 2023, 09:03 AM ISTTulika Samadder
নানা পাটেকর যে ছেলেটিকে চড় মারেন, সে সিনেমার অংশ নয়। বরং এক ভক্তই। ভিডিয়ো করে ক্ষমা চাইতে দেখা গেল নানাকে। জানালেন গায়ে হাত তোলার আসল কারণও।
ক্ষমা চাইলেন নানা পাটেকর।
দিনকয়েক ধরেই কড়া সমালোচনার মুখে পড়েছেন নানা পাটেকর। যার পিছনে আছে একটা ভাইরাল ভিডিয়ো। যেখানে দেখা যাচ্ছে শটে ব্যস্ত থাকা নানা-র সঙ্গে ছবি তুলতে আসেন এক যুবক। আর সঙ্গে সঙ্গে মাথায় সপাটে চড় মেরে দেন বর্ষীয়ান অভিনেতা।
এর আগেই মুখ খুলেছেন ‘জার্নি’র পরিচালক অনিল শর্মা। তাঁর সঙ্গেই কাজ করছিলেন নানা। জানিয়েছিলেন, ‘আমি জানি না কী বলব! এটা আমার ছবির দৃশ্য। সিন অনুসারে ওই যুবক (জুনিয়ার আর্টিস্ট)-এর মাথায় চাঁটি মারার কথা নানার। সেটাই ঘটেছে। রাস্তায় লোক জনেরা ওই ভিডিয়ো ফোনে তুলে ভাইরাল করেছে। উনি খুব ভালো মানুষ’। আরও পড়ুন: ‘আরও অনেক কিছু আছে…’, বর রণবীর কি সত্যিই ‘টক্সিক’? কফি উইথ করণে জবাব আলিয়ার
তবে সম্প্রতি নানার টিমের তরফ থেকে যে দাবি করা হয়েছে তা কিন্তু খানিকটা আলাদাই। সেখানে বলা হয়, ‘একটি ভিডিয়ো ভাইরাল হচ্ছে যেখানে আমি একটি ছেলেকে আঘাত করেছি। যদিও এই ক্রমটি আমাদের চলচ্চিত্রের একটি অংশ, আমাদের একটি মহড়া ছিল ... আমাদের দ্বিতীয় রিহার্সাল করার জন্য নির্ধারিত ছিল সময়টা। পরিচালক আমাকে শুরু করতে বলেছিলেন। আমরা শুরু করতে যাচ্ছিলাম যখন ভিডিয়োতে থাকা ছেলেটি চলে আসে।’ আরও পড়ুন: হিরো আলমের বদলা! এআর রহমান ‘নষ্ট’ করেছে কারার ওই লৌহ কপাট, এবার পালা জয় হো গানের