বাংলা নিউজ > বায়োস্কোপ > Love Biye Aajkal: 'প্রথমে ভয় পেতাম', লাভ বিয়ে আজকাল শুরুর আগেই ওমকে নিয়ে কী বললেন মৌমিতা?
পরবর্তী খবর
Love Biye Aajkal: 'প্রথমে ভয় পেতাম', লাভ বিয়ে আজকাল শুরুর আগেই ওমকে নিয়ে কী বললেন মৌমিতা?
1 মিনিটে পড়ুন Updated: 27 Aug 2023, 12:19 PM ISTSubhasmita Kanji
Moumita Sarkar: লাভ বিয়ে আজকাল ধারাবাহিকটি সোমবার, ২৮ অগস্ট থেকে শুরু হতে চলেছে। এই ধারাবাহিকের সঙ্গে অভিনেত্রী হিসেবে সফর শুরু হচ্ছে মৌমিতারও। প্রথম কাজের আগে HT বাংলার মুখোমুখি হলেন তিনি।
লাভ বিয়ে আজকাল শুরুর আগেই ওমকে নিয়ে কী বললেন মৌমিতা?
পঞ্চমী ধারাবাহিকের পথ চলা থামিয়ে ২৮ অগস্ট থেকে স্টার জলসায় আসছে লাভ বিয়ে আজকাল। যিশু উজ্জ্বল সেনগুপ্ত প্রোডাকশন হাউজের ব্যানারে শুরু হতে চলেছে এই ধারাবাহিক। মুখ্য ভূমিকায় থাকবেন ওম সাহানি এবং মৌমিতা সরকার। ধারাবাহিক শুরু হওয়ার আগে HT বাংলার মুখোমুখি হয়েছিলেন তিনি।
কেমন আছেন?
মৌমিতা: বেশ ভালো। সঙ্গে অল্প অল্প নার্ভাস। (হাসি)
এটাই প্রথম কাজ তো?
মৌমিতা: হ্যাঁ। অভিনয় জগতে এটাই আমার প্রথম কাজ। তবে আমি এর আগে ৭ বছর মডেলিং করেছি।
নিজের চরিত্রটা নিয়ে যদি একটু বলেন?
মৌমিতা: আমার চরিত্রের নাম শ্রাবণ রায়চৌধুরী। আমার সাধনা, ধ্যান জ্ঞান সব কিছুই হল গান। আমি ওমকার ঘোষের স্ক্যান্ডাল লাউঞ্জ অ্যান্ড বারে গান গাই। কিন্তু এমন কী হয় যে আমি তাঁকে কনট্র্যাক্ট ম্যারেজ করতে বাধ্য হই সেটা নিয়েই এই গল্প।
শ্রাবণের চরিত্রটার সঙ্গে তবে গান অঙ্গাঙ্গী ভাবে জড়িত। মৌমিতা কি নিজে গান গাইতে পারেন?
মৌমিতা: একেবারেই না। (হাসি) মৌমিতা একদমই গান গাইতে পারে না। তবে সারাক্ষণ গানে থাকতে ভালোবাসে। গান চালিয়ে কাজ করা বলুন বা অবসরে গান শুনতে ভালোবাসি।
প্রথমেই যিশু সেনগুপ্ত এবং নীলাঞ্জনা সেনগুপ্তর মতো দুজনের সঙ্গে কাজ করার সুযোগ, অভিজ্ঞতা কেমন?
মৌমিতা: অভিজ্ঞতা তো ভীষণই ভালো। আমি সত্যি লাকি যে আমি ওঁদের আমার মেন্টর হিসেবে পেয়েছি। প্রোডাকশন হাউজ নিয়ে তো কোনও কথাই বলা যাবে না সবাই এত ভালো, এত সাপোর্টিভ যে কী বলি! আমার চরিত্রটা যেহেতু পুরোটাই গান কেন্দ্রিক নীলাঞ্জনা ম্যাম খুব সাহায্য করছেন। কোন ইনস্ট্রুমেন্ট নিয়ে কীভাবে কাজ হবে, কোনটা কেমন ভাবে করব সবটা বলে দিচ্ছেন।
মৌমিতা: প্রথম প্রথম ভয় লেগেছিল যে উনি এর সিনিয়র অভিনেতা, কিন্তু প্রথম দিনই সেই ভয় ভেঙে গিয়েছে। ওমদা প্রতিটা জিনিস আমায় হাতে ধরে শিখিয়ে দিচ্ছেন। আমরা সুযোগ পেলেই সিনগুলো প্র্যাকটিস করে নিচ্ছি। এখন খুবই ভালো সম্পর্ক হয়ে গিয়েছে।