বাংলা নিউজ > বায়োস্কোপ > Poushmita-Arnab: মৃত্যুর পর অর্ণবকে নিয়ে ভয় পাচ্ছেন পৌষমিতা! কাজে ফিরে কেন বললেন 'পরপারে বকুনি খাব...'
পরবর্তী খবর
Poushmita-Arnab: মৃত্যুর পর অর্ণবকে নিয়ে ভয় পাচ্ছেন পৌষমিতা! কাজে ফিরে কেন বললেন 'পরপারে বকুনি খাব...'
1 মিনিটে পড়ুন Updated: 15 Jan 2024, 12:15 AM ISTSubhasmita Kanji
Poushmita-Arnab: মাত্র কয়েকদিন আগেই মৃত্যু হয়েছে অর্ণব রায়ের। স্বামীর মৃত্যুর কয়েকদিনের মধ্যেই ফের কাজে ফিরলেন মিঠিঝোরা ধারাবাহিকের পৌষমিতা।
স্বামীর মৃত্যুর দুদিন পরেই কাজে ফিরলেন মিঠিঝোরার পৌষমিতা
বিয়ের দ্বিতীয় বিবাহবার্ষিকীর আগেই স্বামীহারা হয়েছেন পৌষমিতা গোস্বামী। গত ১০ জানুয়ারি প্রয়াত হন অর্ণব রায়। পৌষমিতা, অর্ণব দুজনেই ছোট পর্দার সঙ্গে যুক্ত ছিলেন। একজন পর্দার সামনে কাজ করতেন, আরেকজন পর্দার পিছনে। অর্ণবের মৃত্যুর কয়েকদিনের মধ্যেই কাজে ফিরলেন পৌষমিতা।
কাজে ফিরলেন পৌষমিতা
দ্বিতীয় বিবাহবার্ষিকীর আগে স্বামীকে হারিয়ে স্বাভাবিক ভাবেই ভেঙে পড়েছেন পৌষমিতা। মানসিক ভাবে কঠিন সময়ের মধ্যে দিয়ে যে তিনি যাচ্ছেন সেটা বলার অপেক্ষা রাখে না। তবে সেই আঘাত মেনে নিয়েই টলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী কাজে ফিরলেন।
পৌষমিতা গোস্বামী বর্তমানে মিঠিঝোরা ধারাবাহিকে কাজ করছেন। সেখানে তিনি রাই, নীলুদের মায়ের চরিত্রে অভিনয় করছেন। অর্ণবের চলে যাওয়ার পর সেই ধারাবাহিকের সেটেই ফিরলেন তিনি। এর আগে তিনি সাঁঝের বাতি, শ্রীময়ী, রিমলি, বাঘবন্দি খেলা ইত্যাদি ধারাবাহিকে কাজ করেছেন।
কী হয়েছিল অর্ণবের?
হৃদরোগে আক্রান্ত হয়ে গত ১০ জানুয়ারি প্রয়াত হন অর্ণব গোস্বামী। তিনি টলিউডের একজন কার্যনির্বাহী প্রযোজক ছিলেন। মাত্র ৪০ বছর বয়সেই তিনি না ফেরার দেশে চলে যান। তিনি তুঁতে, কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ, বকুল কথার মতো ধারাবাহিকে কাজ করেছেন। পড়াশোনা করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে।
২০২১ সালে অর্ণব এবং পৌষমিতা আইনি মতে বিয়ে সেরেছিলেন। এরপর ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে সোশ্যাল ম্যারেজ করেন তাঁরা। বিয়ের দ্বিতীয় বর্ষপূর্তির আগেই ভাঙল তাঁদের সুখের নীড়।
কাজে ফিরেই এক সাক্ষাৎকারে পৌষমিতা বলেন, 'কাজে ফিরলাম। অর্ণব চাইত যাতে আমি কাজ নিয়েই থাকি। আমাদের একটা প্রযোজনা সংস্থাও আছে। ওটা এবার আমাকেই ভালো করে চালাতে হবে। নইলে পরপারে গিয়ে বকুনি খাব।'