খুব সম্প্রতি বেটিং অ্যাপ মামলায় যাদের তলব করা হয়েছিল ইডির তরফ থেকে, তাদের মধ্যে অন্যতম একজন ছিলেন মিমি চক্রবর্তী। ইডির দপ্তর থেকে ঘুরে আসার পর এবার নিজেই সকলকে সচেতন করলেন তিনি।
মিমি চক্রবর্তী ছাড়াও ইডি তলব করেছিল অঙ্কুশ হাজরাকে। তলব করা হয়েছিল বলিউডের ঊর্বশী রাউতেলা, সোনু সুদকে। গত সোমবার দিল্লিতে ইডির সদর দপ্তরে হাজিরা দিয়েছিলেন মিমি। এক সপ্তাহের মাথাতেই সোশ্যাল মিডিয়ায় একটি সচেতনতামূলক পোস্ট করতে দেখা গেল অভিনেত্রীকে।
আরও পড়ুন: বেড়াজাল টপকে বাংলাদেশে সম্মানিত হল ‘পদাতিক’, ছবি ভাগ করে নিলেন সৃজিত
আরও পড়ুন: প্রয়াত গায়ক জুবিন গর্গ, স্কুবা ডাইভিং করতে গিয়ে ঘটে দুর্ঘটনা
সোমবার অর্থাৎ ২২ সেপ্টেম্বর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘নমস্কার, আমি আজ আপনাদের কাছে একটি অনুরোধ করছি এবং এই বিষয় নিয়ে সচেতনতা বাড়াতে আহ্বান জানাচ্ছি। ভারত সরকার সমস্ত ধরনের রিয়েল মানি গেমিং অ্যাপস ভারতে নিষিদ্ধ করছে।’
অভিনেত্রী লেখেন, ‘ভারত সরকার যে অ্যাপস নিষিদ্ধ করেছে, তার মধ্যে অনুমতিহীন ভাবে পরিচালিত অবৈধ বেটিং সাইটগুলিও অন্তর্ভুক্ত। আমি সবাইকে অনুরোধ করব এমন অবৈধ অ্যাপ থেকে দূরে থাকুন যা জুয়া এবং বেটিং এর মতো কার্যকলাপের সঙ্গে যুক্ত।’
অভিনেত্রী আরও লেখেন, ‘এই ধরনের অ্যাপ্লিকেশনের মাধ্যমে তথ্যের চুরি, সাইবার হামলা এবং অন্যান্য সাইবার প্রতারণার শিকার হওয়ার আশঙ্কা রয়েছে। আমি কোনওভাবেই এমন কোন ব্রান্ডের সঙ্গে যুক্ত নই যারা এই ধরনের কার্যকলাপকে প্রচার করে।’
সবশেষে অভিনেত্রী লেখেন, ‘সোশ্যাল মিডিয়ায় বা অন্য কোনও মাধ্যম কোনও ধরনের বিজ্ঞাপন বা প্রচারে যদি আমার নাম বা ছবি ব্যবহার করা হয়, তা সম্পূর্ণ অনুমতিহীন। অতএব, দয়া করে এই বার্তাটি ছড়িয়ে দিন এবং এই ধরনের অ্যাপ্লিকেশন থেকে নিজেই দূরে থাকুন এবং অন্যদের সচেতন করুন।’
আরও পড়ুন: বিতাড়িত নন, নিজেই ‘কল্কি’ ছেড়েছেন দীপিকা, নেপথ্যে রয়েছে কোন কারণ?
আরও পড়ুন: রামকমলের ‘বিনোদিনী’ এবার বোস্টনে, উচ্ছ্বসিত পরিচালক দিলেন বড় খবর
প্রসঙ্গত, অভিনেত্রীর এই পোস্ট দেখে অনেকেই মনে করছেন ভবিষ্যতে যাতে কোনও সমস্যা না তৈরি হয় তার জন্য আগেভাগেই এই পোস্ট করলেন তিনি। যদিও শুনতে পাওয়া গিয়েছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অধিকর্তারা অভিনেত্রীকে যে প্রশ্ন করেছেন তার যথাযথ উত্তর দিয়েছেন তিনি, যা শুনে সন্তুষ্ট হয়েছেন ইডি আধিকারিকরা।