প্রাক্তন অভিনেত্রী, স্ত্রী শাবানা রাজাকে বিয়ে তাঁর সঙ্গে সুখে সংসার করছেন অভিনেতা মনোজ বাজপেয়ী। শাবানা অভিনয় ছাড়লেও, স্ত্রীই তাঁর অভিনয়ের সবথেকে বড় সমালোচক, এমনটাই মনে করেন অভিনেতা মনোজ বাজপেয়ী। সম্প্রতি এক সাক্ষাৎকারে মনোজ স্মৃতির সরণি বেয়ে অতীতে ফিরে গিয়ে জানিয়েছেন, শাবানা রাজা কীভাবে তাঁর সেরা ছবি, খারাপ ছবি নিয়ে প্রতিক্রিয়া দেন।
সাক্ষাৎকারে মনোজ জানান, তাঁর স্ত্রী স্ত্রী শাবানা রাজার প্রায়দিনই তর্ক বিতর্ক লেগে থাকে, কারণটাও নিজেই শেয়ার করেছেন মনোজ বাজপেয়ী। তাঁর কথায়, ‘শাবানার অভিযোগ, যে আমি ওর সঙ্গে কোনওদিনই ছবির চিত্রনাট্য শেয়ার করি না। আসলে আমি শাবানাকে সারপ্রাইজ দিতেই পছন্দ করি। আমি চমকে দেওয়ার পরে ওর প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করে থাকি। আমার কাছে শাবানার প্রশংসা ও সমালোচনাই সবথেকে গুরুত্বপূর্ণ। তাই শুধু আমি ওরসঙ্গে চিত্রনাট্য শেয়ার করি না এবং আর এটা নিয়ে ওর অনেক অভিযোগ। এ নিয়ে আমাদের মারামারিও হয়েছে।’
আরও পড়ুন-শ্যুটিংয়ের সময় গাড়ি দুর্ঘটনায় মাথায় আঘাত পেয়ে কোমায় চলে যাই, মা ভেবেছিলেন আমি আর নেই: তনিশা
আরও পড়ুন-অভিনয়ের এখনেই মৃত্যু হয়েছে', সুহানা-অগস্ত্যদের নিয়ে সমালোচনায় 'লাইক' করে বসলেন রবিনা
আর পড়ুন-ফুলেরা ছাড়ছেন 'অভিষেক স্যার', প্রহ্লাদ, ভূষণ, বিনোদরা বলছেন, ‘মানুষ ঠোক্কর খেয়েই শিক্ষা পান’ কবে আসছে Panchayat 3?