শাবানা তাঁকে ডেকে বলেছিলেন, ‘আমি তোমার থেকে অনেককিছু আশাকরি। নিজের জীবনে এমন কোনও কাজ করবেন না, যেটা থেকে আমায় লজ্জা পেতে হয়।' মনোজ জানান, সেবার বিরক্ত শাবানা বলেছিলেন, ‘আমরা দিল্লি যেতে পারি বা আমরা আপনার গ্রামে ফিরে যেতে পারি, সেখানে গিয়ে থাকতে পারি। কিন্তু আমি এ ধরনের বিব্রতকর পরিস্থিতি চাই না।’
মনোজ বাজপেয়ী-শাবানা রাজা
প্রাক্তন অভিনেত্রী, স্ত্রী শাবানা রাজাকে বিয়ে তাঁর সঙ্গে সুখে সংসার করছেন অভিনেতা মনোজ বাজপেয়ী। শাবানা অভিনয় ছাড়লেও, স্ত্রীই তাঁর অভিনয়ের সবথেকে বড় সমালোচক, এমনটাই মনে করেন অভিনেতা মনোজ বাজপেয়ী। সম্প্রতি এক সাক্ষাৎকারে মনোজ স্মৃতির সরণি বেয়ে অতীতে ফিরে গিয়ে জানিয়েছেন, শাবানা রাজা কীভাবে তাঁর সেরা ছবি, খারাপ ছবি নিয়ে প্রতিক্রিয়া দেন।
সাক্ষাৎকারে মনোজ জানান, তাঁর স্ত্রী স্ত্রী শাবানা রাজার প্রায়দিনই তর্ক বিতর্ক লেগে থাকে, কারণটাও নিজেই শেয়ার করেছেন মনোজ বাজপেয়ী। তাঁর কথায়, ‘শাবানার অভিযোগ, যে আমি ওর সঙ্গে কোনওদিনই ছবির চিত্রনাট্য শেয়ার করি না। আসলে আমি শাবানাকে সারপ্রাইজ দিতেই পছন্দ করি। আমি চমকে দেওয়ার পরে ওর প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করে থাকি। আমার কাছে শাবানার প্রশংসা ও সমালোচনাই সবথেকে গুরুত্বপূর্ণ। তাই শুধু আমি ওরসঙ্গে চিত্রনাট্য শেয়ার করি না এবং আর এটা নিয়ে ওর অনেক অভিযোগ। এ নিয়ে আমাদের মারামারিও হয়েছে।’