কাজে যতই ব্যস্ত থাকুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দিনশেষে বাড়ি ফিরে সময় বের করে বাংলা সিরিয়াল দেখেন। এর আগেও বহুবার মুখ্যমন্ত্রীকে বলতে শোনা গিয়েছে, কোন সিরিয়ালে কী দেখানো হচ্ছে, সেসবের খোঁজ রয়েছে তাঁর কাছে। সম্প্রতি এক অনুষ্ঠানে ফের সামনে এল মমতার সিরিয়াল-প্রীতি।
এক অনুষ্ঠানে অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য বাংলার মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেন, ‘আপনার পছন্দের অন্তত ২ টো সিরিয়ালের নাম বলুন আর পছন্দের দুজন অভিনেতা বা অভিনেত্রী।’ তাতে মঞ্চে থাকা মমতা জবাব দেন, ‘আমি যদি এসব বলি, তাহলে যাদের নাম বলব না, তারা আমায় ধরবে।’
এতে অম্বরীশ ফের প্রশ্ন করেন, ‘তাহলে অন্তত দুটো পছন্দের সিরিয়ালের নাম বলুন’। এতে মমতার জবাব, ‘আমার পছন্দের নায়ক তো তুমি ভাই। অম্বরীশ। খুব ভালো করে (অভিনয়)। অনেকগুলো করেছে। এবং ছোটু, এখন যেটা করছে, আর তোমার প্রিয় রোশনাই (যেই চরিত্রে দেখা যাচ্ছে তিয়াসা লেপচাকে)। তোমাদের দুজনকেই আমার খুব ভালো লাগে। বাদবাকি প্রত্যেকটা সিরিয়ালের সবাইকেই আমার ভালো লাগে।’
এরপর অম্বরীশ জানতে চান, এত ব্যস্ততার মাঝেও কীভাবে সিরিয়াল দেখার সময় ও এনার্জি পান মমতা। যাতে রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের সুপ্রিমোর কাছ থেকে জবাব আসে, ‘তারপরেও আমি আবার অনেক কিছু শুনি। আমাকে রাত দুটো পর্যন্ত তো এসব করতেই হয়। সময়টা কীভাবে কাটবে। আমার মাথায় মারার পর থেকে, আমার একটা সিস্টেম হয়ে গিয়েছে যে আমি অনেক রাত অবধি এসব করি। তাই দেখি কে কী বলল, কে কী গালাগালি দিল এসব একটু। এসব দেখতে ভালোই লাগে।’
ফের সিরিয়ালের প্রসঙ্গে ফিরে মমত বন্দ্যোপাধ্যায় জানালেন, ‘তবে আমি সামাজিক সিরিয়াল যেগুলো হয়, সেগুলো আমি বেশি ভালোবাসি। যেমন সমাজ সংস্কার নিয়ে কিছু। শুধু মারামারি দেখতে একদম ভালো লাগে না। মারপিট দেখলেই আমি চ্যানেলটা ঘুরিয়ে দেই।’
দেখা গেল, অম্বরীশের প্রশ্ন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জবাব ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। একজন মস্করা করে লিখেছেন, ‘এবার অম্বরীশের মহানায়ক সম্মান পাওয়া পাকা।’ আরেকজন লেখেন, ‘চাটাচাটি পর্ব, নাকি চটিচাটা পর্ব?’ তৃতীয়জনের মন্তব্য, ‘সেই উনি মারামারি পছন্দ করেন না, তাই ওঁর দলের লোকেরাই বেশি মারামারি করে।’ আরেকজন আবার লেখেন, ‘এই লোকটাকে খুব ভালো লাগত। আর ভালো লাগছে না আজকের এই ন্যাকামোটা দেখার পর থেকে।’