বাংলা নিউজ > বায়োস্কোপ > Mahesh Bhatt: ‘অস্ত্রোপচার শব্দটি টেকনিক্যালি ঠিক নয়’, অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে, জানালেন মহেশ
পরবর্তী খবর
Mahesh Bhatt: ‘অস্ত্রোপচার শব্দটি টেকনিক্যালি ঠিক নয়’, অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে, জানালেন মহেশ
1 মিনিটে পড়ুন Updated: 21 Jan 2023, 11:39 AM ISTPriyanka Bose
Mahesh Bhatt: নিজের স্বাস্থ্য নিয়ে আপডেট দিলেন পরিচালক-প্রযোজক মহেশ ভাট। জানিয়েছেন, ‘অস্ত্রোপচার শব্দটি টেকনিক্যালি ঠিক নয়। অস্ত্রোপচারের ক্ষেত্রে ছুড়ি কাঁচির ব্যবহার হয়। অ্যাঞ্জিওপ্লাস্টি একটি রক্ত না ঝরিয়ে সাধারণ প্রক্রিয়া।’
কেমন আছেন মহেশ ভাট?
হৃদযন্ত্রে অস্ত্রোপচার হয়েছে মহেশ ভাটের, শুক্রবার এমনটাই জানিয়েছিলেন পরিচালক-প্রযোজক পুত্র রাহুল ভাট। শনিবার সকালে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ‘অর্থ’ ছবির পরিচালক জানিয়েছেন, ‘অস্ত্রোপচার শব্দটি টেকনিক্যালি ঠিক নয়।’
বলিউড হাঙ্গামাকে দেওয়া সাক্ষাৎকারে মহেশ ভাট জানিয়েছেন, ‘অস্ত্রোপচারের ক্ষেত্রে ছুড়ি কাঁচির ব্যবহার হয়। অ্যাঞ্জিওপ্লাস্টি একটি রক্ত না ঝরিয়ে সাধারণ প্রক্রিয়া। আইসিইউতে মোটামুটি আধ ঘণ্টা থাকতেই হয়েছে। এটা হওয়ার একদিন পরই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়’।
এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত চিকিৎসক দলের অনেক প্রশংসা করে মহেশ ভাট বলেছেন, ‘আমি এইচএন রিলায়েন্স হাসপাতালের সেরা চিকিৎস সেরা টিমের হাতে ছিলাম। প্রক্রিয়াটি শুরু হয়েছিল ১৬ জানুয়ারি থেকে। ১৮ জানুয়ারি বাড়িতে ছিলাম আমি। আমি বেঁচে আছি এবং ফাটিয়ে আছি। আমি আমার পরবর্তী বইয়ের কাজ করছি।’
তিনি আরও যোগ করেছেন, 'প্রক্রিয়াটি ১৬ জানুয়ারি পরিকল্পনা করা হয়েছিল। রুটিন চেক-আপের সময় চিকিৎসকেরা 'লাল পতাকা' দেখিয়েছিল আমাকে। পরামর্শ দিয়েছিলেন, যেহেতু আমি সুস্থ রয়েছি তাই আগেভাগে পদক্ষেপ নিয়ে মোকাবিলা করাটা জরুরি'।