বাংলা নিউজ > বায়োস্কোপ > Narottam Mishra on Pathaan: ‘বিশেষ যত্ন নেওয়া হয়েছে’ পাঠানের বিরোধিতা করা নরোত্তম মিশ্রের গলায় এবার উলটো সুর
পরবর্তী খবর
Narottam Mishra on Pathaan: ‘বিশেষ যত্ন নেওয়া হয়েছে’ পাঠানের বিরোধিতা করা নরোত্তম মিশ্রের গলায় এবার উলটো সুর
1 মিনিটে পড়ুন Updated: 26 Jan 2023, 08:13 AM ISTPriyanka Bose
Narottam Mishra on Pathaan: বুধবার মধ্যপ্রদেশের গৃহমন্ত্রী নরোত্তম মিশ্র বলেছেন, শাহরুখ খান-অভিনীত ‘পাঠান’-এর বিরুদ্ধে আর প্রতিবাদ করার কোনও মানে নেই। কারণ হিসেবে বলেছেন, সেন্সর বোর্ড ইতিমধ্যেই বিতর্কিত শব্দের উপর ‘বিশেষ যত্ন’ নিয়েছে।
মধ্যপ্রদেশের গৃহমন্ত্রী নরোত্তম মিশ্র বলেছেন..
মুক্তি আগে তুমুল সমালোচনা হয়েছিল ‘পাঠান’ ছবি নিয়ে। ছবির প্রথম গান মুক্তি পাওয়ার পর থেকে বিতর্ক চরমে পৌঁছেছিল। ‘পাঠান’ বয়কটের ডাক থেকে শাহরুখ-দীপিকাকে তুলোধনা করেছিলেন নেটিজেনদের একটা বড় অংশ।
‘বেশরম রং’ গানের দৃশ্যে দীপিকার গেরুয়া বিকিনিতে নাচ দেখে চটেছিলেন ‘রক্ষণশীলরা’, তালিকায় রয়েছেন মধ্যপ্রদেশের গৃহমন্ত্রী নরোত্তম মিশ্র থেকে হিন্দু মহাসভার সভাপতি স্বামী চক্রপাণী মহারাজের নাম। মধ্যপ্রদেশের গৃহমন্ত্রী নরোত্তম মিশ্র এমনও ইঙ্গিত দিয়েছিলেন রাজ্যে নিষেধাজ্ঞা জারি হতে পারে পাঠানের উপর। তিনি দীপিকার পোশাক নিয়ে মন্তব্য করেছিলেন। এমন সিনেমা নিষিদ্ধ হোক, এটাও তিনি চেয়েছিলেন।
মধ্যপ্রদেশে শুরু থেকেই ‘পাঠান’ বিরোধী হাওয়া প্রবল। অন্যদিকে, মুক্তির প্রথম দিনে ‘জয় শ্রী রাম’ স্লোগান তুলে ইন্দোরের প্রেক্ষাগৃহে পাঠান-এর বেশকিছু স্ক্রিনিং আটকে দেয় হিন্দু সংগঠন বজরং দলের সদস্যরা। এর ফলে ইন্দোর এবং ভোপালের কিছু প্রেক্ষাগৃহে সকালের শো বাতিল করতে বাধ্য করেছিল।