গত বছর নিজের প্রেমের খবর প্রকাশ্যে এনেছিলেন মধুমিতা সরকার। জানিয়েছিলেন চলতি বছরেই প্রেমিকের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। কিন্তু ১৫ সেপ্টেম্বর থেকে তাঁর নতুন মেগা শুরু হচ্ছে। ইতিমধ্যেই ধারাবাহিকের শ্যুটিংও শুরু হয়ে গিয়েছে। মেগার চাপ সামলে কীভাবে বিয়ের প্রস্তুতি নিচ্ছেন নায়িকা? এবার তা নিয়ে মুখ খুললেন।
আরও পড়ুন: শ্যুটিংয়ের ফাঁকেই লাদাখের লেফটেন্যান্ট গভর্নরের সঙ্গে দেখা করলেন সলমন
TV9 বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে মধুমিতা তাঁর বিয়ে প্রসঙ্গে বলেন, ‘আমি বিয়ের তারিখটা এখনই জানাতে চাইছি না। এটা একটু আড়ালে রাখতে চাইছি। কিন্তু আমার খুব শীঘ্রই বিয়ে। তবে কোনও শপিং বা কিছু এখনও শুরু হয়নি। এগুলো পুজোর পর শুরু করব। যেভাবে পুরোটা পরিকল্পনা করা হয়েছে তাতে আশাকরি পুজোর পর এক-দেড় মাসের মধ্যে পুরো প্রস্তুতি নেওয়া হয়ে যাবে। তবে ভেন্যু ঠিক করা আছে।’
কিন্তু মেগার চাপ সামলে বিয়ের প্রস্তুতি সবটা মিলিয়ে সেই চুটিয়ে প্রেমটা কি এখনও চলছে? এই প্রসঙ্গে মধুমিতা বলেন, ‘প্রথমত এক বছর হয়ে গেল আমরা প্রেম করছি। এই এক বছরে আমরা চুটিয়ে প্রেম করে নিয়েছি। বিয়ের আগে আমরা চাইছি যে একটু ব্যস্ততা থাকুক। এতে এই যে দূরে থাকব, এই যে একে অপরকে মিস করব সেই ব্যাপারটা থাকবে। আর ও খুব সাপোর্টিভ এই সব ব্যাপারে। মানে ও এখন ব্যস্ত, ওঁর ও বিয়ের প্রস্তুতি চলছে। ও নিজেও কাজ করে সেটা নিয়েও ব্যস্ত। আর এই যে বিয়ের আগে একটু কম দেখা হচ্ছে। আমরা একে অপরকে মিস করছি এটা আমরা উপভোগ করছি।’
আরও পড়ুন: 'আমার জীবনের সেরা দিন...', কোন খুশির খবর শোনালেন অহনা?
প্রসঙ্গত, ২০১৫ সালে মাত্র ২০ বছর বয়সে তিনি তাঁর সহকর্মী সৌরভ চক্রবর্তীকে বিয়ে করেন। মধুমিতা তাঁর প্রথম মেগা 'সবিনয় নিবেদন' চলাকালীনই সৌরভের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন, সেটে তাঁদের আলাপ হয়। তবে বছর কয়েকের মধ্যেই বিচ্ছেদের পথে হাঁটেন তাঁরা। ২০১৯ সালে বিচ্ছেদ হয় সৌরভ চক্রবর্তী এবং মধুমিতা সরকারের। তারপর দু'জনের পথ আলাদা হয়ে যায়। তারপর ২০২৪ সালে পুজোর আগে নিজেই প্রেমিক দেবমাল্যর সঙ্গে সম্পর্কে সিলমোহর দেন। জানা গিয়েছে চলতি বছরের ডিসেম্বর মাসে বিয়ের পিঁড়িতে বসছেন দু’জনে।