Kubbra Sait: ‘এ জীবনে একবারই..’, মহাকুম্ভে গিয়ে পবিত্র ডুব দিলেন কুবরা সাইত Updated: 02 Feb 2025, 12:57 PM IST Swati Das Banerjee Kubbra Sait: সাধারণ মানুষের পাশাপাশি বহু তারকাও মহাকুম্ভে পূণ্য স্নান করতে গেছেন। অনুপম খের থেকে শুরু করে আদা শর্মা, প্রয়াগরাজে গেছেন বহু তারকা। এবার ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান করতে দেখা গেল কুবরা সাইতকে।