আজ ১০ অগস্ট, অভিনেতা বনি সেনগুপ্তর জন্মদিন। উইকিপিডিয়া অনুসারে নায়ক ৩৫ বছরে পা দিলেন। তাঁর এই বিশেষ দিনে নায়কের সঙ্গে একগুচ্ছ ছবি দিয়ে আদুরে বার্তা দিলেন অভিনেত্রী প্রেমিকে কৌশানি মুখোপাধ্যায়।
আরও পড়ুন: ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’তে সায়কের লুক প্রকাশ্যে এল! কোন ভূমিকায় দেখা যাবে নায়ককে?
রবিবার বনির জন্মদিন উপলক্ষ্যে নায়িকা একগুচ্ছ ছবি ভাগ করে নেন। ছবিগুলি ইনস্টাগ্রামে পোস্ট করে অভিনেত্রী ক্যাপশনে লেখেন, 'শুভ জন্মদিন। তোমার জীবনের সব কিছুর জন্য মঙ্গল কামনা করছি এবং শুভেচ্ছা জানাচ্ছি অবিরাম হাসি, আড্ডা, নাচ, মারামারি, ডেট, একসঙ্গে আরও অ্যাডভেঞ্চার করার, স্মৃতি তৈরি করার এবং জীবনের জন্য হাতে হাত ধরে হাঁটার জন্য। আগামী বছরটি সেরা হোক।
নায়িকার এই পোস্ট সামনে আসতেই অনুরাগীরা ভালোবাসায় ভরে দিয়েছেন। শুধু তাই নয় বনি নিজেও তাঁর এই পোস্টের রিপ্লাই করে লিখেছেন, ‘আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি।’ একাধিক তারকারা অভিনেতাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। ঋতুপর্ণা সেনগুপ্ত লিখেছেন, ‘শুভ জন্মদিন@bonysengupta...অনেক ভালোবাসা।’
আরও পড়ুন: বক্স অফিসে 'মহাবতার নরসিংহ'-এর জয়জয়কার! কত আয় করল ছবিটি?