বাংলা নিউজ > বায়োস্কোপ > প্রকাশ্যে কেকে-র শেষ গান ‘ধুপ পানি বেহনে দে’! সৃজিতের ছবির ঝলক কাঁদিয়ে দিল সকলকে
পরবর্তী খবর
কেকে মারা যাওয়ার পর এক সপ্তাহ কেটে গেল দেখতে দেখতে। গত সপ্তাহের মঙ্গলবার রাতেই কলকাতার নজরুল মঞ্চে কনসার্ট শেষে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান কেকে। তবে কিংবদন্তি গায়ক না থাকলেও তাঁর গাওয়া শেষ গান এল প্রকাশ্যে। সৃজিত মুখোপাধ্যায়ের ‘শেরদিল’ ছবিতে শোনা যাবে তাঁর গান। সংগীতশিল্পীর শেষ রেকর্ড করা গান সামনে আসতেই ফের একবার আগেবে ভাসল ভক্তরা।
রবিবারই সৃজিত সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিয়েছিলেন সোমবার প্রকাশ্যে আসবে কেকে-র শেষ গান। গুলজারের কথা ও শান্তনু মৈত্রের সুরে সৃজিতের ‘শেরদিল’ ছবির জন্য ‘ধুপ পানি বেহনে দে’ গানটি গেয়েছিলেন তিনি। আরও পড়ুন: কেকে-র মৃত্যুর পর রবিবার প্রথম শো করলেন রূপঙ্কর! কী প্রতিক্রিয়া শ্রোতাদের?
শুনে নিন ‘শেরদিল’ ছবির সেই গানখানা-