জি বাংলায় সদ্যই শুরু হয়েছে কে প্রথম কাছে এসেছি। মোহনা মাইতি এই ধারাবাহিকের হাত ধরে ফিরে এসেছেন সিঙ্গল মাদারের গল্প বলতে। সেখানেই তাঁর মেয়ে হিসেবে দেখা যাচ্ছে ছোট্ট মিহি ওরফে রাধিকাকে। কিন্তু তার এই সফর শুরু হল কীভাবে?
ছোট্ট রাধিকার অভিনয়ে আসা কীভাবে?
রাধিকা কর্মকারকে প্রথম দেখা গিয়েছিল দাদগিরিতে। সেখানে সে প্রতিযোগী হিসেবে এসেছিল। এরপরই সে ডাক পায় জি বাংলার এই মেগায়। যদিও রাধিকা নিজেও একজন সোশ্যাল মিডিয়া স্টার। হ্যাঁ, একেবারেই তাই। মাত্র তিন বছর ১০ মাসেই ইনস্টাগ্রামে তার অনেক ফলোয়ার। সেখানে সে তার নানা রিল, ছবি, ভিডিয়ো পোস্ট করে। কিন্তু এই অভিনয়ে সুযোগ পাওয়ার পর পড়াশোনা আর অভিনয় সামলাচ্ছে কী করে?
এই বিষয়ে রাধিকার মা সুস্মিতা কর্মকার এই সময়কে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন তাঁরা আদতে দুর্গাপুরের বাসিন্দা হলেও বর্তমানে তাঁরা রাধিকার শ্যুটিংয়ের জন্য কলকাতাতেই থাকেন। এখানে রাধিকার বাবার দাদুর বাড়ি। সেখানেই থাকছেন তাঁরা। এখানেই CRPF মন্টেসারি স্কুলে পড়ছে সে। লোয়ার কেজির ছাত্রী রাধিকা। স্কুলে জানানো হয়েছে তার এই অভিনয়ের বিষয়। স্কুলও অনুমতি দিয়েছে। খালি পরীক্ষার সময় সে স্কুলে যাবে। আর যা যা হোমওয়ার্ক স্কুল থেকে দেওয়া হয় সেগুলো তার মা সেটে ফ্রি টাইম পেলে করিয়ে নেন বলেই জানান।
কিন্তু অভিনয় করতে কেমন লাগছে রাধিকার? এই বিষয়ে সে জানিয়েছে, 'মেকআপ করতে খুব ভালো লাগছে। এই সিরিয়ালে কাজ করতেও খুব ভালো লাগছে। আমার অভিনয় করতে ভালো লাগে। আয়নার সামনে দাঁড়িয়ে তো আমি অভিনয় করি।'
কে প্রথম কাছে এসেছি প্রসঙ্গে
কে প্রথম কাছে এসেছি ধারাবাহিকে মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে সায়ন বসু এবং মোহনা মাইতিকে। এছাড়া রাধিকা তো আছেই। এই ধারাবাহিকটি রোজ সন্ধ্যে সাড়ে ছয়টা নাগাদ সম্প্রচারিত হয়।