কৌন বনেগা ক্রোড়পতি ১৩-র ‘শানদান শুক্রবার’এর এপিসোডে এসে হাজির হয়েছেন অভিনেতা জন আব্রাহাম এবং অভিনেত্রী দিব্যা খোসলা কুমার। ‘সত্যমেব জয়তে ২’ কাস্ট এদিন ছবির প্রোমোশনে এসেছিলেন। জন আব্রাহামকে শোতে বিগ বি-র সঙ্গে অনেক মজা করতে দেখা যাবে, কিন্তু হঠাৎ করেই তিনি কোনও বিষয় আবেগপ্রবণ হয়ে পড়েন এবং তার চোখ থেকে অশ্রু ঝরতে থাকে।সদ্য ‘শানদান শুক্রবার’এর এপিসোডের একটি প্রোমো সামাজিক মাধ্যমে শেয়ার করা হয়েছে। সেখানে জনকে হোস্ট অমিতাভ বচ্চনের সঙ্গে অনেক মজা এবং খুনসুটি করতে দেখা গেছে। অভিষেক বচ্চনের সঙ্গে ‘ধুম’ ছবির শ্যুটিংয়ের দিনগুলোর কথা স্মরণ করতে দেখা গেছে জনকে। ফুটবলে অভিষেকের মতো তাঁরও আগ্রহ রয়েছে, সেই নিয়েও বিগ বি-এর সঙ্গে সেটে খুনসুটিতে মেতে উঠেছিলেন অভিনেতা। নিজের মারকাটারি ফিজিক্স এবং অ্যাবস সেটে শো-অফ করেছেন জন আব্রাহাম। কিন্তু প্রোমোর শেষে দেখা গেছে একটু আবেগপ্রবণ হয়ে পড়েছেন অভিনেতা। শো-এর মাঝেই ঝরঝরিয়ে কেঁদে ফেলেছেন তিনি। টিস্যু পেপার দিয়ে চোখ মুছছেন। কিন্তু আচমকা কেন কেঁদে ফেললেন জন? প্রশ্ন দর্শক মহলের। আগামী ২৬ নভেম্বর সোনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন চ্যানেলে টেলিকাস্ট হবে এই এপিসোড।