২০২১ সালে ভিকি কৌশলকে বিয়ে করেছিলেন ক্যাটরিনা। বিয়ের মোটামুটি বছর ঘুরতে না ঘুরতেই এখন প্রায় অনেক তারকাই ফ্যামিলি প্ল্যানিং করছেন। খুব স্বাভাবিকভাবেই ক্যাটরিনাকে নিয়েও তেমনই জল্পনা কল্পনা রটেছিল আম্বানি পুত্রের বিয়ের সময়। অনেকেই ভেবেছিলেন, ক্যাটরিনা বোধ হয় মা হতে চলেছেন।
এবার আবারও একবার ভাইরাল হওয়া একটি ভিডিয়ো দেখে ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে সর্বত্র। এখন সেইভাবে ক্যামেরার সামনে আসেন না ক্যাট। পরিবারকে নিয়েই বেশিরভাগ সময় ব্যস্ত থাকেন তিনি। পার্টিতেও খুব একটা বেশি দেখা যায় না অভিনেত্রীকে। তাই এবার অভিনেত্রীর যে ভিডিয়োটি ভাইরাল হল, তা দেখে অনেকেই দুয়ে দুয়ে চার করেছেন।
আরও পড়ুন: বিপ্লবী অনন্ত সিংয়ের ভূমিকায় জিৎ, কবে থেকে শুরু বায়োপিকের কাজ?
আরও পড়ুন: ‘ধুমকেতু’-র মিউজিক লঞ্চ অনুষ্ঠানে চেয়ার সাজাতে ব্যস্ত দেব, মুগ্ধ নেটপাড়া
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখতে পাওয়া যাচ্ছে, ভিকি এবং ক্যাটরিনা একে অপরের সঙ্গে হাত ধরে বেড়াতে যাচ্ছেন। ভিকি পরে রয়েছেন একটি সাদা রঙের শার্ট এবং নীল ডেনিম জিন্স। অন্যদিকে ক্যাটরিনা রয়েছেন সম্পূর্ণ সাদা রঙের কো- অর্ড সেট পরে। ক্যাটরিনার এই ঢিলেঢালা পোশাক নিয়েই শুরু হয়েছে যত জল্পনা কল্পনা।
অনেকেই মনে করছেন, সম্ভবত অন্তঃসত্তা বলে ক্যাটরিনা এমন হালকা এবং ঢিলেঢালা পোশাক পরেছেন। আবার অনেকে মনে করছেন, নিশ্চয়ই তিনি গর্ভবতী তাই এত আস্তে আস্তে সাবধানে হাঁটছেন। অনেকে আবার অভিনেত্রীর পোশাক সম্পূর্ণ না আটকানোর দিকেও নজর রেখেছেন। তাঁদের বক্তব্য অনুযায়ী, স্ফীত পেটের জন্যই হয়তো ক্যাটরিনা শার্টের বোতাম লাগাতে পারেননি।
ভিডিয়ো দেখে এক নেটিজেন মন্তব্য করেছেন, ‘আমি প্রার্থনা করি, তাড়াতাড়ি সুসংবাদ দিক ওঁরা।’ অন্য একজন লিখেছেন, ‘যদি সত্যিই উনি গর্ভবতী হন তাহলে ভীষণ ভীষণ ভালো খবর।’ তৃতীয় একজন লিখেছেন, ‘ক্যাটকে দেখে মনে হচ্ছে উনি গর্ভবতী।’
আরও পড়ুন: মুক্তির এখনও একমাসও অতিক্রান্ত হয়নি, তার মধ্যেই বড় সিদ্ধান্ত ‘ম্যাডাম সেনগুপ্ত’ নির্মাতাদের
আরও পড়ুন: চলে গেলেন কবি রাহুল পুরকায়স্থ, সাহিত্য জগতে অপুরণীয় ক্ষতি
সূত্র অনুযায়ী জানা গিয়েছে, কোয়ালিটি টাইম কাটাতে আলিবাগের উদ্দেশ্যে রওনা হয়েছেন ভিকি এবং ক্যাটরিনা। সড়ক পথে না গিয়ে জলপথে আলিবাগের উদ্দেশ্যে রওনা হন তাঁরা। তবে ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার খবর কতটা সত্যি না গুজব, তা কিছুদিনের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে।