‘ভুলভুলাইয়া ২’ ছবিতে অভিনয় করে দর্শকের মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছেন অভিনেতা কার্তিক আরিয়ান। সম্প্রতি, এক পানমশলা সংস্থার এন্ডোর্স করতে অস্বীকার করেছেন অভিনেতা। জানা যায়, ওই বিজ্ঞাপনে কাজের জন্য ৯ কোটি টাকা পরিশ্রমিক পেতেন তিনি। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পানমশলার বিজ্ঞাপনের লোভনীয় অফার থাকলেও কার্তিক সেই পথে হাঁটতে নারাজ।
বিজ্ঞপনের এজেন্সি থেকে খোঁজ নিয়ে জানা যায়, কার্তিক আরিয়ান সত্যিই পানমশলা এন্ডোর্স করতে রাজি হননি। তিনি নিজের মূল্যবোধের প্রতি দায়বদ্ধ থাকতে চেয়েছেন। এত মোটা অঙ্কের প্রস্তাব হেলায় ফিরিয়ে দেওয়া সহজ নয় মোটেই। অভিনেতার এই সিদ্ধান্তকে কুর্নিশ জানিয়েছে নেটপাড়া। আরও পড়ুন: ঐশ্বর্য থেকে মালাইকা: ৯ বলি অভিনেত্রীর ‘অশ্লীল’ পোশাকে সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল
অক্ষয় কুমার, অজয় দেবগণ ও শাহরুখ খান যা পারলেন না তাই করে দেখালেন কার্তিক আরিয়ান। সেন্সর বোর্ডের প্রাক্তন চেয়ারপার্সন পহলাজ নিহালনীর কথায়, ‘পানমশলা প্রাণহানি করে। গুটখা ও পানমশলা খাওয়ার জন্য যদি বলিুউডের তারকারা উৎসাহিত করেন, নিঃসন্দেহে তা জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক৷’ কার্তিকের সিদ্ধান্তকে কুর্ণিশ জানিয়েছেন তিনি। আরও পড়ুন: ‘RRR’ থেকে রামচরণ এবং জুনিয়ার এনটিআর-এর লুক অনুপ্রেরণা, গণেশের মূর্তিগুলির ছবি
প্রসঙ্গত, কয়েক মাস আগে গুটখা-বিতর্কে নাম জড়ায় অক্ষয় কুমারের। বিমলের বিজ্ঞাপনে অক্ষয়কে দেখার পর শুরু হয় ট্রোলিং। পরে সেই বিজ্ঞাপনের প্রচার থেকে নিজেকে সরিয়ে ফেলেন অভিনেতা। এতেই দেখা মেলে শাহরুখ আর অজয়ের।