বাংলা নিউজ > বায়োস্কোপ > Kartik Aaryan: 'আমরা হতাশায় ডুবেছিলাম, তবে ওঁর ইচ্ছাশক্তি প্রবল', মায়ের ক্যানসার যুদ্ধের কথা বললেন কার্তিক আরিয়ান
পরবর্তী খবর
Kartik Aaryan: 'আমরা হতাশায় ডুবেছিলাম, তবে ওঁর ইচ্ছাশক্তি প্রবল', মায়ের ক্যানসার যুদ্ধের কথা বললেন কার্তিক আরিয়ান
1 মিনিটে পড়ুন Updated: 06 May 2023, 10:25 AM ISTRanita Goswami
কার্তিক আরও লিখেছেন, মায়ের ‘সৈনিকের মতো ইচ্ছাশক্তি, স্থিতিস্থাপকতা এবং কখনও হাল না দেওয়ার মনোভাবের জন্য ধন্যবাদ - আমার মা ও আমদের কাছে এই বড় C- তখন ধীরে ধীরে সাহসে পরিণত হয়েছে। তারপর আমরা আমাদের সমস্ত শক্তি দিয়ে অগ্রসর হয়েছি এবং অন্ধকার জয় করেছি।’
মা মালা তিওয়ারির সঙ্গে কার্তিক
ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন অভিনেতা কার্তিক আরিয়ানের মা। সম্প্রতি, মা মালা তিওয়ারির ক্যানসারের সঙ্গে যুদ্ধ নিয়ে মুখ খুলেছেন কার্তিক। অভিনেতার কথায়, এই লড়াই কঠিন ছিল, কিন্তু তাঁর মায়ের ইচ্ছাশক্তির কারণেই এই লড়াই সম্ভব হয়েছে। কার্তিক জানিয়েছেন তাঁর মায়ের কান্সারে আক্রান্ত হওয়ার কথা জানার পরই তিনি ও তাঁর গোটা পরিবার ভেঙে পড়েছিলেন। পুরো বিষয়টি টুইটারে তুলে ধরেছেন কার্তিক।
ঠিক কী লিখেছেন কার্তিক আরিয়ান?
কার্তিক টুইটারে লেখেন, ‘কিছু সময় আগে, এমনকি এই মাসেও এক বড় C-ক্যান্সার' লুকিয়ে ঢুকেছিল এবং আমাদের পরিবারের জীবনকে বিপর্যস্ত করার চেষ্টা করেছিল! আমরা হতাশ ও অসহায় ছিলাম! তবে আমার মা কখনও ভেঙে পড়েননি। আর সেটাই ওঁকে ক্যানসারের সঙ্গে লড়াই করতে সাহায্য করেছে।’ কার্তিক আরও লিখেছেন, মায়ের ‘সৈনিকের মতো ইচ্ছাশক্তি, স্থিতিস্থাপকতা এবং কখনও হাল না দেওয়ার মনোভাবের জন্য ধন্যবাদ - আমার মা ও আমদের কাছে এই বড় C- তখন ধীরে ধীরে সাহসে পরিণত হয়েছে। তারপর আমরা আমাদের সমস্ত শক্তি দিয়ে অগ্রসর হয়েছি এবং অন্ধকার জয় করেছি। এটা আমাদের শেষ পর্যন্ত যা শিখিয়েছে এবং প্রতিদিন যেটা আমাদের শিখিয়ে চলেছে তা হল আপনার পরিবারের ভালবাসা এবং সমর্থনের চেয়ে বড় কোন শক্তি আর নেই! ’ হ্যাশট্যাগে কার্তিক #সুপারহিরো #ক্যানসার ওয়ারিয়র শব্দ দুটি যোগ করেছেন।