‘ভুল ভুলাইয়া ২’ ছবির পরই কবীর খান পরিচালিত ছবির কাজে হাত দিয়েছেন অভিনেতা কার্তিক আরিয়ান। ছবির নাম ‘চন্দু চ্যাম্পিয়ন’। ছবির প্রযোজনায় সাজিদ নাদিয়াওয়ালা। এই প্রথম কোনও বায়োপিকে অভিনয় করছেন কার্তিক আরিয়ান। এই ছবি নিয়ে গোপনীয়তা বজায় রাখতে চাইছেন নির্মাতারা। লন্ডনে ছবির মহরত সারা হয়েছে। চলছে ছবির শ্যুটিংও। ছবির একটা বড় অংশের শ্যুটিং হয়েছে কাশ্মীরে।
কেরিয়ার এই প্রথম কোনও বায়োপিকে অভিনয় করতে চলেছেন কার্তিক আরিয়ান। শনিবার সকালে কার্তিক একটি ক্যাজুয়াল ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ার পাতায়। ছবিতে অভিনেতাকে ধূসর রঙের ভেস্ট এবং কালো ট্র্যাক প্যান্ট, হলুদ চপ্পল পরে দেখা গিয়েছে। সঙ্গে আকর্ষণীয় লাল টুপি পরেছেন অভিনেতা। পাহাড়ের উপরে বসে মনোরম দৃশ্য উপভোগ করছেন কার্তিক। হাতে চায়ের কাপ। ‘চন্দু চ্যাম্পিয়ন’ ছবির শ্যুটিংয়ের ফাঁকে এই ছবি তুলেছেন অভিনেতা। আরও পড়ুন: তারাপীঠে মন্দিরে পুজো দিলেন শ্রীময়ী, খেলেন ভোগ, সঙ্গে কে ছিলেন
ছবি পোস্ট করে ক্যাপশনে কার্তিক লিখেছেন, ‘গেস করুন আমি কোথায়?’ মন্তব্য বিভাগে কেউ লিখেছেন আসন্ন চলচ্চিত্র ‘চন্দু চ্যাম্পিয়ন’-এর শ্যুটিংয়ের জন্য মহারাষ্ট্রের সাতারা জেলায় অবস্থিত একটি মনোমুগ্ধকর শহর ওয়াইতে রয়েছেন তিনি। দেখুন ছবি-
শোনা যাচ্ছে, এই ছবিটি প্যারা অলিম্পিক্সে ভারতের প্রথম সোনাজয়ী ক্রীড়াবিদ মুরলীকান্ত পেটকরের বায়োপিক। ১৯৭২ সালে হাইডেলবার্গে অনুষ্ঠিত প্যারাঅলিম্পিক্সে ৫০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে সোনা জেতেন মুরলীকান্ত। পাশাপাশি আরও তিনটি বিভাগে তিনি চূড়ান্ত পর্বেও পৌঁছন। ২০১৮ সালে ভারত সরকার তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে। ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধে গুলিবিদ্ধ হন মুরলী। বিশেষ ভাবে সক্ষম এই চরিত্র কার্তিকের কাছে বেশ কঠিন হতে চলেছে বলে মনে করছেন একাংশ।
সেপ্টেম্বরে ছবির শ্যুটিং হয়েছে কাশ্মীরে। ‘চন্দু চ্যাম্পিয়ন’ একটি স্পোর্টস ড্রামা। আগামী ছয় মাস রয়েছে ছবির শ্যুটিং শিডিউল। ছবিটির চূড়ান্ত মুক্তির তারিখ এখন পর্যন্ত ঠিক করা হয়নি, তবে এটি আগামী বছরের জুনে প্রেক্ষাগৃহে হিট হওয়ার সম্ভাবনা রয়েছে।