সম্প্রতি মুম্বইতে নতুন বাড়ি কিনেছেন করিনা কাপুর খান এবং সইফ আলি খান। পতৌদি দম্পতি আগের বাড়ি ছেড়ে আরও বড় অ্যাপার্টমেন্টে শিফট হয়েছেন। দ্বিতীয় পুত্র জেহর জন্মের আগেই নতুন বাড়িতে শিফট করেন তাঁরা। নতুন বাড়ির অন্দরের ঝলক হিন্দুস্তান টাইমস ব্রাঞ্চের সঙ্গে শেয়ার করলেন করিনা।
বাড়ির ফ্লোরাল ওয়াল পেপারের সামনে দিয়ে পোজ দিয়ে ছবি তুলেছেন নায়িকা। টুকটুকে লাল স্লি-কাট থাই পোশাক পরে বাড়ির এক কোণে দাঁড়িয়ে পোজ দিয়েছেন করিনা।

বাড়িতে কালো এবং সাদা মেঝে রয়েছে, যার এক ঝলক নায়িকার কয়েকটি কয়েকটি ইনস্টাগ্রাম ছবিতে দেখা গেছে। সর্বশেষ ফটোশ্যুটে কারিনা মেঝেতে বসে ছবির জন্য পোজ দিয়েছেন।
_1628996572789_1629003824433.webp)
কারিনার সর্বশেষ ছবিগুলি এসেছে তাঁর লেখা গর্ভাবস্থাকালীন বই, কারিনা কাপুর খানের প্রেগনেন্সি বাইবেল লঞ্চের মধ্যে। অভিনেত্রী বইতে তাঁর দুইবার গর্ভধারণের অনুভূতি সম্পর্কে লিখেছেন। ২০১৬ সালে প্রথম সন্তান তৈমুরের জন্ম এবং চলতি বছর ফেব্রুয়ারিতে দ্বিতীয় ছেলে জেহ-এর সম্পর্কে লিখেছেন।
বইটিতে কারিনা তাঁর ডায়েট, লাইফস্টাইলের পরিবর্তন এবং এমনকি তাঁর সেক্স ড্রাইভ সম্পর্কে কথা বলেছেন। কারিনা কথায়, তিনি এখন লক্ষ্য করেছেন লোকেরা 'মূলধারার অভিনেতাদের যৌন সম্পর্কে কথা বলতে অভ্যস্ত নয়', বিশেষত যদি এটা গর্ভাবস্থায় হয়।
এইচটি ব্রাঞ্চের সঙ্গে কথা বলতে গিয়ে কারিনা বলেন, ‘আমি মনে করি না এই বিষয়ে কথা বলার জন্য সাহসের প্রয়োজন হয়; এগুলি প্রতিদিনের জিনিস। যৌনতা একজন স্বামী এবং স্ত্রীর মধ্যে একটি প্রাসঙ্গিক বিষয় এবং এটি একজন মহিলার অনুভূতিকে প্রভাবিত করে’।
তিনি আরও লেখেন, ‘এটা সম্ভব, অনেক ক্ষেত্রে একজন মহিলা যৌনতা অথবা চাহিদা অনুভব করতে পারেন না। এমনকি অনুভব করেন না যে তিনি গর্ভাবস্থায় সেই সময়ে নিজেকে পছন্দ করেন। প্রসবের আগে নারীরা এসবের মধ্যে দিয়ে যায়। মানুষ মূলধারার অভিনেতাদের এসব বিষয়ে কথা বলতে অভ্যস্ত নয়। এমনকি তাঁরা মূলধারার অভিনেতাদের গর্ভবতী দেখতে অভ্যস্ত নয়’।