করণ জোহর, এমনই একজন বলিউড ব্যক্তিত্ব, যিনি প্রায়দিনই খবরের শিরোনামে উঠে আসেন। সোশ্যাল মিডিয়াতেও করণের মতো কোনও ব্যক্তিত্ব কিছু পোস্ট করলে তা নিয়ে আলোচনা হবে বৈকি। সম্প্রতি, সোশ্যালেও আরও একবার ইঙ্গিতপূর্ণ পোস্ট করে চর্চায় উঠে এলেন করণ।
ঠিক কী লিখেছেন করণ জোহর?
করণ ইনস্টাস্টোরিতে লিখেছেন, ‘Loyalty is like a Birkin…. It has a long waiting list….’। অর্থাৎ এর বাংলা তর্জমা করলে দাঁড়ায় আনুগত্য/ বিশ্বস্ততা খানিকটা বার্কিনের (বার্কিন স্টাইলিস দামি হ্যান্ড ব্যাগ) মতো। এটার জন্য বহুদিন ধরেই অপেক্ষা করে আছি।' তবে হঠাৎ কেন এধরনের কথা লিখেছেন করণ, সেবিষয়টি অবশ্য এক্কেবারেই স্পষ্ট নয়। কেউ তাঁকে কোনওভাবে আঘাত করেছেন কিনা, বা কাউকে উদ্দেশ্য করে করণ এই পোস্ট করেছেন কিনা সেটাও জানা যায়নি।
আরও পড়ুন-বিবাদ মিটেছে, এবার কপিলের জন্মদিনেও হাজির বন্ধু সুনীল, কেক কেটে স্ত্রীকে খাওয়ালেন কমেডিয়ান