গত ৭ মার্চ মুক্তি পেয়েছিল ‘নাদানিয়া’। এটি ছিল সইফ পুত্রের প্রথম ডেবিউ সিনেমা। সিনেমা নিয়ে বেশ আশায় ছিলেন পরিচালক থেকে প্রযোজক সকলেই, কিন্তু সেই আশায় জল ঢেলে সিনেমা মুক্তির পর থেকেই একের পর এক কটাক্ষের শিকার হতে দেখা যায় ইব্রাহিম আলি খানকে। ইব্রাহিম ও খুশিকে বাঁচাতে এবার মাঠে নামলেন তারকা সন্তানদের ‘গডফাদার’ করণ জোহর।
দুর্বল স্টোরি লাইন থেকে শুরু করে, জঘন্য অ্যাক্টিং, ‘নাদানিয়া’ নিয়ে কোনও পজিটিভ রিপোর্ট পাওয়া যায়নি কারোর কাছ থেকেই। তারকা সন্তানদের অভিনয় দক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। অনেকে ৫-এর মধ্যে এই সিনেমাকে দিয়েছেন ০। ‘নাদানিয়া’ সিনেমায় অভিনয় দক্ষতা নিয়ে যখন দুই তারকা সন্তান জেরবার, ঠিক তখনই মাঠে নামলেন পরিচালক করণ জোহর।
আরও পড়ুন: পুরীর মন্দিরে পুজো দিতে গিয়ে সমস্যায় হেমা, অভিযোগ দায়ের সিংহদ্বার থানায়
আরও পড়ুন: 'টাইম পাস' মন্তব্যে মুখ খুললেন আদর, বললেন, ‘আমার বাবা মা শিখিয়েছেন…’
সম্প্রতি ‘অকাল’ ছবির ট্রেলার লঞ্চে হাজির হয়েছিলেন পরিচালক করণ জোহর। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই ‘নাদানিয়া’ প্রসঙ্গে মুখ খোলেন। সমালোচকদের সমালোচনা প্রসঙ্গে কথা বলতে গিয়ে পরিচালক বলেন, ‘আমি শুধু এইটুকুই বলতে চাই, কুছ তো লোগ কাহেঙ্গে। লোগো কা কাম হে কেহ না। সমালোচকদের কথায় আমরা খুব একটা প্রভাবিত হই না কোনও দিন।’
করণ বলেন, ‘আমি প্রত্যেক সমালোচকদের আন্তরিকভাবে সম্মান করি কিন্তু আপনি যখন কারও সমালোচনা করছেন তখন আপনার মাথায় রাখা উচিত তারা কারও ছেলে বা মেয়ে। আপনার সমালোচনা কিন্তু তাঁদের বাবা-মাও দেখেন, তাঁরা ভীষণ কষ্ট পান। অভিনয় নিয়ে সমালোচনা করতেই পারেন কিন্তু সিনেমা থেকে বাদ দিয়ে দেওয়া উচিত এমন মন্তব্য নিয়ে আমার আপত্তি আছে।’
প্রসঙ্গত, ‘নাদানিয়া’ গল্পটি দুই কলেজ পড়ুয়ার প্রেমের গল্প নিয়ে তৈরি করা হয়েছিল। ইব্রাহিম এবং খুশি ছাড়াও অভিনয় করেছিলেন সুনীল শেট্টি, যুগল হংসরাজ, মহিমা চৌধুরী এবং দিয়া মির্জা। এত স্টারকাস্ট হওয়া সত্ত্বেও সিনেমাটি মুখ থুবড়ে পড়ে বক্স অফিসে।
তবে সিনেমার ব্যবসা করতে না পারা আর অভিনেতাদের সমালোচনা করা দুটি একেবারে ভিন্ন ব্যাপার। তারকা সন্তানদের এর আগেও অনেকবার কটাক্ষের শিকার হতে হয়েছে, এটি নতুন কথা কিছু নয়। তবে বারবার একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় মুখ খুলতে বাধ্য হলেন করণ জোহর। তবে শুধু পরিচালক নন, সমালোচকদের কটাক্ষের প্রতিবাদ করতে দেখা যায় হনসল মেহেতা এবং সোনু সুদকেও।
আরও পড়ুন: হিন্দু থেকে হয়েছেন মুসলিম, রহমানের ইসলাম গ্রহণ নিয়ে বন্ধু রাজীব বললেন, ‘ওর পরিবার…’
প্রসঙ্গত, গিপ্পি গ্রেওয়াল পরিচালিত ‘অকাল’ করণ জোহরের প্রযোজক হিসেবে প্রথম পাঞ্জাবি ছবি। এই ছবিতে অভিনয় করেছেন নিমরত খাইরা, নিকিতিন ধীর, গুরপ্রীত ঘুগি এবং অন্যান্যরা।