সোমবার সকালেই বাংলার চোপড়ায় এক যুগলকে বেধড়ক পেটানো হয়। জেসিবি তথা তাজিমুল ইসলাম ভোলা এদিন সেই যুগলকে লাঠি দিয়ে বেধড়ক পিটিয়েছেন। স্থানীয় জনগণ সেই ঘটনাকে দেখেছে, কিন্তু প্রতিবাদ করেননি কেউই। আর এই ঘটনার আঁচ গিয়ে এদিন পৌঁছেছে সংসদেও। সেখানেই এই ঘটনার কথা তুলে তিনি উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে সংসদের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে রীতিমত কটাক্ষ করে বসেন। তোলেন প্রশ্নও। তাঁর মতে এখানে নাকি শরিয়তি আইন প্রয়োগ করা হয়েছে।
চোপড়ার ঘটনা নিয়ে কী বলেছেন কঙ্গনা?
কিছুদিন আগেই সংসদে সংবিধানের কপি হাতে প্রতিবাদ জানিয়েছিলেন বিরোধীরা। এদিন সেই ঘটনাকে কটাক্ষ করার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে চোপড়ার ঘটনা নিয়ে প্রশ্ন ছুঁড়ে দেন বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত।
কঙ্গনা রানাওয়াত এদিন সাংবাদিকদের মুখোমুখি স্পষ্ট ভাষায় জানান বাংলায় মহিলাদের উপর অত্যাচার বাড়ছে। পরকীয়া সন্দেহ করে সেই মহিলার উপর নাকি শরিয়তি আইন প্রয়োগ করা হয়েছে। তিনি এরপর বলেন, ' আমি INDI জোটের অঙ্গি তৃণমূল কংগ্রেসের মমতা দিদিকে প্রশ্ন করছি আপনারাই তো সংবিধান রক্ষার দাবি জানিয়ে প্রতিবাদ, বিক্ষোভ দেখাচ্ছেন। আর এদিকে আপনাদের ওখান যে মারধর হল সেটা সংবিধান বিরোধী নয়?' কেবল মমতা বন্দ্যোপাধ্যায় নন। তিনি এই বিষয়ে রাহুল গান্ধীর থেকেও তাঁর মতামত জানতে চেয়েছেন।
কী ঘটেছে চোপড়ায়?
সোমবার একটি ভিডিয়ো ভাইরাল হয় যেখানে দেখা যাচ্ছে এক যুগলকে মাটিতে ফেলে বেধড়ক পেটানো হচ্ছে। লাঠি দিয়ে যে ব্যক্তি মারছেন তাঁর নাম তাজিমুল ইসলাম ভোলা বা জেসিবি। তিনি যখন ওই দুইজনকে মারছেন তখন আশেপাশে বহু মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে কিন্তু সেই নির্যাতনের প্রতিবাদ করছেন না।
আরও পড়ুন: শাহরুখের ইয়েস বসের গানের জন্য পুরস্কার পাওয়ার পরই অপমান করা হয়, দাবি অভিজিতের
আরও পড়ুন: মধুবনীকে অবশেষে মনের কথা জানাল ঋক, নায়িকা কি রাজি হবে প্রস্তাবে?
কিন্তু কী অপরাধ ছিল যুগলের?
স্থানীয়রা জানিয়েছেন ওই যুগল কাউকে না জানিয়ে পালিয়ে বিয়ে করেছিলেন। সেই জন্য সালিশি সভার আয়োজন করা হয়। তারপরই তাঁদের এভাবে পেটানো হয়। এই ঘটনায় জেসিবিকে গ্রেফতার করা হয়েছে। যদিও তিনি জানিয়েছেন তিনি মোটেই অনুতপ্ত নন তাঁর এই কৃতকর্মের জন্য।