অভিনেতা-গায়ক দিলজিৎ দোসাঞ্জ তাঁর ছবি সর্দার জি ৩-এ পাকিস্তানি শিল্পী হানিয়া আমিরের সঙ্গে কাজ করার জন্য ব্যাপক সমালোচনার শিকার হচ্ছেন। এখন টাইমস নাউ-এর সঙ্গে কথা বলার সময়, অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন এবং কটাক্ষ করেছেন পঞ্জাবি গায়ককে।
দিলজিৎ দোসাঞ্জকে তিরস্কার কঙ্গনা রানাওয়াতের:
পহেলগাঁও হামলার পর, পাকিস্তান ও পাকিস্তানি তারকাদের বয়কট করা হয়েছে। এমনকী, পাকিস্তানি তারকাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টও সিজ করা হয় এই দেশে। এমনকী, পাকিস্তানে থাকা জঙ্গিঘাঁটি-র উপর ভারতের করা সর্জিকাল স্ট্রাইকের পর, যেই হানিয়া আমির ভারতের সমালোচনায় মুখর হয়, সেই হানিয়া আমিরের সঙ্গে কাজ করায়, ক্রমাগত কটাক্ষে দিলজিৎ।
আর এবার পাঞ্জাবি গায়ক-অভিনেতার বিরুদ্ধে মুখ খুলে কঙ্গনা রানাওয়াত বললেন, ‘আমি এই লোকগুলোর সম্পর্কে অনেক কথাই বলেছি। আমাদের কথোপকথনের শুরুতে, আমি উল্লেখ করেছি যে আমাদের সকলের একত্রিতভাবে দেশের জন্য ভাবা উচিত। কেন আমাদের সকলের মনে দেশকে নিয়ে একইরকম আবেগ থাকবে না। কেন দিলজিৎ দোসাঞ্জ আলাদা ভাবে ভাববেন। কেন অন্য কেউ, ক্রিকেটাররা?’
‘আমাদের অবশ্যই সবাইকে একত্রিত করার চেষ্টা করতে হবে। সৈনিক হোক বা রাজনীতিবিদ, সবাইকে দেশপ্রেমের ক্ষেত্রে এক পথে চলতে হবে। আমাদের সাধারণ মানুষকেও এই একই পথে নিয়ে আসতে হবে।’, আরও বলেন কঙ্গনা রানাওয়াত।
সর্দারজি ৩ সম্পর্কে:
হানিয়া আমিরের সর্দারজি ৩-এ অভিনয় করা নিয়ে রীতিমতো গোটা দেশে বিতর্কের ঝড় ওঠে। এমনকী, দিলজিতের অনুরাগীরাও সমালোচনায় মুখর। পহেলগাঁও হামলাটি ২২ এপ্রিল হয়েছিল। এরপর ভারত ৭ মে অপারেশন সিঁদুর চালায়, যার সময় পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসী ঘাঁটিতে আকাশ-হামলা চালানো হয়। এর পরে, ফাওয়াদ খান, মাহিরা খান, আলি জাফর, আতিফ আসলাম এবং রাহাত ফতেহ আলি খান এবং হানিয়া আমির-সহ বেশ কয়েকজন পাকিস্তানি শিল্পীর সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট ভারতে নিষিদ্ধ করা হয়েছিল।
সর্দারজি ৩-এ দিলজিৎ, হানিয়া আমির, নীরু বাজওয়া, গুলশান গ্রোভার এবং স্বপ্না পাব্বি প্রমুখ অভিনয় করেছেন। অমর হুন্দাল পরিচালিত সর্দার জি ৩ সিনেমাটি ২৭ জুন বিদেশে মুক্তি পায়। পাকিস্তানে বেশ ভালো ব্যবসা করছে এই ছবি বলেই খবর।