সম্প্রতি কাঞ্চন মল্লিক একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন, যেখানে স্ত্রীর সঙ্গে খুনসুটিতে মেতে উঠতে দেখা যায় অভিনেতাকে। প্রতিবারের মতোই ভিডিয়োর কমেন্ট বক্সে নানান মন্তব্য করেন নেটিজেনরা। কিন্তু এর মধ্যেই একজন কাঞ্চনকে অস্রাব্য ভাষায় গালাগালি করায় আইনি পদক্ষেপ নেন শ্রীময়ী।
কাঞ্চন মল্লিককে অশ্লীল ভাষায় কটাক্ষ করতেই পাল্টা জবাব দেন শ্রীময়ী চট্টরাজ। কিন্তু সোশ্যাল মিডিয়াতেই ব্যাপারটা থেমে থাকে নি। ওই নেটিজেনের ফেসবুক প্রোফাইলের লিংক শেয়ার করে পুলিশ, লালবাজার সাইবার ক্রাইম শাখাকে ট্যাগ করে পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছিলেন তিনি।
আরও পড়ুন: আবার হইচইতে ফিরছেন ‘ইন্দুবালা’, কীসের ‘অনুসন্ধান’ করবেন শুভশ্রী?
আরও পড়ুন: দীর্ঘ বিরতির পর আবার পর্দায় ফিরছেন সৌমিতৃষা, কোথায় দেখা যাবে তাঁকে?
ওই সোশ্যাল মিডিয়া ইউজার পেশায় রূপটান শিল্পী। শ্রীময়ী দাবি অনুযায়ী, একজন মেকআপ আর্টিস্ট যদি মন থেকে সুন্দর না হতে পারেন তাহলে কি করে তিনি অন্য কাউকে সাজান? কটাক্ষ অবধি ঠিক থাকে ব্যাপারটা কিন্তু যদি সেটি মাত্রা ছাড়িয়ে যায় তাহলে পাল্টা জবাব দিতেই হয়।
তবে শুধু শ্রীময়ী একা নন, ওই মহিলার বিরুদ্ধে নিগ্রহের অভিযোগ এনে উত্তরপাড়া থানায় এফ আই আর দায়ের করেন কাঞ্চন মল্লিক। প্রথমে সাইবার ক্রাইমে ইমেল মারফত অভিযোগ জানানো হলেও পরে যখন জানা যায় ওই মহিলা উত্তরপাড়ার বাসিন্দা তখন মহিলার বিরুদ্ধে উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করেন কাঞ্চন। এক্ষেত্রে বলে রাখা ভালো, কাঞ্চন নিজেই উত্তরপাড়ার বিধায়ক।
তবে কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজের অভিযোগ দায়ের করার কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ক্ষমা চেয়ে নেন অভিযুক্ত ওই মহিলা। তিনি কমেন্ট বক্সে কমেন্ট করে লেখেন, ‘ম্যাম দুঃখিত কালকের কমেন্টের জন্য। আমার ভুল হয়ে গিয়েছে। ক্ষমা করবেন প্লিজ। আর ভুল হবে না।’ শুধু তাই নয়, অভিনেত্রীকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠান তিনি।
আরও পড়ুন: 'আমার জীবনের সেরা দিন...', কোন খুশির খবর শোনালেন অহনা?
আরও পড়ুন: 'এই ভাবেই মাঠে ঘাটে ঘুরে ঘুরে...', জন্মদিনে ইমনকে ভালোবাসায় ভরালেন নীলাঞ্জন
প্রসঙ্গত, কাঞ্চন এবং শ্রীময়ীকে নিয়ে মাঝেমধ্যেই কিছু না কিছু কটাক্ষ করতে দেখা যায় নেট পাড়ার বাসিন্দাদের। যদিও সেই সমস্ত অগ্রাহ্য করেই এগিয়ে যান তাঁরা। তবে এবার ব্যাপারটা সহ্যের সীমার বাইরে চলে যাওয়ায় আইনি পদক্ষেপ নিতে বাধ্য হন কাঞ্চন এবং শ্রীময়ী।