বাংলা নিউজ > বায়োস্কোপ > Kajol: চুল ঠিক করছেন, আর অন্যদিকে দ্রুত চলছে তাঁর হাত! কাজল যে এত্ত ভালো উল বুনতে পারেন, জানতেন?
পরবর্তী খবর
অভিনেত্রী কাজলকে তো চেনেন, তাঁর অভিনয় দক্ষতার কথাও জানেন। তবে কি জানেন অভিনয় ছাড়াও আরও একটি বিশেষ শিল্পে দক্ষতা রয়েছে তনুজা কন্যার। জানেন সেটা কী?
ভীষণই ভালো উল বুনতে পারেন কাজল। শুধু তাই নয়, খুূব দ্রুত উল কাঁটা কিংবা কুরুশ কাঠি দিয়ে বুনে ফেলতে পারেন নানা কিছু। ব্যস্ততার ফাঁকে সময় পেলেই উল কাঁটা কিংবা কুরুশ কাঠি নিয়ে বসে পড়েন তিনি। সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় নিজেই নিজের এই দক্ষতার ছবি তুলে ধরেছেন তনুজা কন্যা। নিজের ইনস্টাস্টোরিতে কুরুশ কাঠি দিয়ে বোনা সুন্দর একটি কারুশিল্পের নিদর্শন পোস্ট করেছেন কাজল। লিখেছেন, ‘আমার বাড়ির কাজকর্মের নিদর্শন’। সময় সুযোগ পেলেই নাকি তিনি এই কাজ করে থাকেন। কাজলের এই প্রতিভার কথা জেনে মুগ্ধ নেটিজেনরা। আর তিনি যে কুরুশে বোনা কারুশিল্পের ছবি পোস্ট করেছেন, তার সূক্ষ্ম কাজ দেখলে অবাক হতে হয় বৈকি!