সদ্য মুক্তি পেয়েছে আমির পুত্র জুনেদের 'লাভিয়াপ্পা'। ছবির প্রচারেই নানান সাক্ষাৎকারের মুখোমুখি হতে হচ্ছে জুনেদকে। তেমনই এক সাক্ষাৎকারের কথা বলতে গিয়ে ভগ্নিপতি (বোন ইরার স্বামী) নূপুরকে নিয়ে মুখ খুলেছেন আমির পুত্র। সঠিক প্রেমিক কিংবা স্বামী বেছে নেওয়ার জন্য ইরাকে বিশেষ শর্ত দিয়েছিলেন দাদা জুনেদ।
কী ছিল সেই শর্ত?
ইরাকে জুনেদ বলেছিলেন, তিনি চাইলে নিজের পছন্দ মতো প্রেমিক বেছে নিতে পারেন। যার সঙ্গে খুশি ডেট করতে পারেন, তবে যাঁকে তিনি বাছবেন, তাঁকে তাঁদের বাড়িতে এসে জুনেদের সঙ্গে মদ্যপানের প্রতিযোগিতায় অংশ নিতে হবে।
হ্য়াঁ, ঠিকই শুনছেন, এটাই ছিল ইরাকে দেওয়া জুনেদের শর্ত। জুনেদ ইরাকে বলেন, তাঁর প্রেমিক যখন মদ্যপানের প্রতিযোগিতায় অংশ নেবে, তখন প্রতি ১৫মিনিট অন্তর তাঁকে একটা শর্ট নিতে হবে। তবে যদি কেউ ১৫ মিনিট অন্তর শট না নেয়, বা বমি করে ফেলে, তাহলে সে হেরে যাবে।'
আরও পড়ুন-‘বাবা-মায়ের যৌনতা’ নিয়ে মন্তব্যে দেশজুড়ে রোষের মুখে, সু্প্রিম কোর্টের দ্বারস্থ রণবীর আলাহাবাদিয়া