বাংলা নিউজ > বায়োস্কোপ > Jojo's Son: খেলনা বন্দুকের বুলেট খেয়ে যাচ্ছেতাই কাণ্ড! হাসপাতালে জোজোর দত্তক পুত্র, তারপর…
৫০-এর গণ্ডি পেরিয়ে ফের মা হওয়ার সিদ্ধান্ত নেন জোজো। তাঁর মেয়ে বাজোর বয়স এখন ২৮! অন্যদিকে বছর চারেক আগে পুত্র সন্তান আদিকে দত্তক নেন মিস জোজো। ছেলে আদির বেড়ে ওঠার নানান মুহূর্ত সমাজমাধ্যমে হামেশাই ভাগ করে নেন গায়িকা জোজো মুখোপাধ্যায়। শিশু দিবসেও তাঁর দুই সন্তানকে জানিয়েছিলেন শুভেচ্ছা। আদি আর বাজোই তাঁর হার্টবিট। নিজের বায়োলজিক্যাল সন্তান আর দত্তক সন্তানকে আলাদা চোখে দেখেন না। তাই জানিয়েছিলেন, কীভাবে সম্পত্তির ভাগাভাগি করবেন। এর মাঝেই আচমকাই বিপত্তি। আরও পড়ুন-৫০-এ এসে দত্তক নেন পুত্র সন্তান আদিকে, ছেলে-মেয়ের মধ্যে কীভাবে সম্পত্তি ভাগ করবেন জানালেন গায়িকা জোজো