বলিউডের ‘মহানায়ক’ তিনি, নিত্যদিনই চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন অমিতাভ বচ্চন ও তাঁর পরিবার। অমিতাভ-জয়ার পরিবার সম্পর্কে অনেকেই জানেন, তবে Big B-র ভাই অজিতাভ বচ্চন এবং বউদি রমোলা বচ্চন সম্পর্কে খুব কম লোকই জানেন। অজিতাভ ও রমোলা দুজনেই অবশ্য লাইমলাইট থেকে দূরে থাকতেই পছন্দ করেন। এরই মধ্যে বলিউডের শাহেনশা-অমিতাভের বউদি রমোলার সাম্প্রতিক সাক্ষাৎকারটি আলোচনায় উঠে এসেছে। সাক্ষাৎকারে রমোলা জানিয়েছেন, কীভাবে অমিতাভ তাঁর এবং অজিতাভের সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
বিয়ের আগে থেকেই ছিলেন বন্ধু
রমোলা বচ্চন সম্প্রতি Rediff-কে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন যে অমিতাভ বচ্চনই একসময় তাঁর সঙ্গে অজিতাভের পরিচয় করিয়ে দিয়েছিলেন। কারণ অজিতাভের সঙ্গে আলাপেরও বহু আগে থেকে তাঁর এবং বিগ বি-এর মধ্যে বহু বছরের বন্ধুত্ব ছিল। রমোলা বলেছেন, 'অমিতাভের সঙ্গে আমার বন্ধুত্ব তখন থেকেই যখন আমাদের কারোরই বিয়ে হয়নি। এমনকি, আমি তখন অজিতাভকেও চিনতাম না। অমিতাভ তাঁর সিনেমায় অভিনয় শুরুর আগে কলকাতায় কাজ করতেন। আমদের তখনই একই বন্ধুমহলে ছিল। আর আমরা খুব ভালো বন্ধু ছিলাম। তাঁর মাধ্যমেই আমার অজিতাভের সঙ্গে দেখা হয়।'
খাঁটি বন্ধুত্ব
রমোলা তাঁর পুরনো দিনগুলির স্মৃতিতে ফিরে বলেন, 'এটি ছিল খাঁটি বন্ধুত্ব। ১৯৬০ এর দশকের কথা, তখন উনি (অমিতাভ) ছবিতে আসার কথা ভাবেনও নি। তবে আমার মনে হয় অভিনয়ের জন্য তাঁর মনে একটা লুকোনো ইচ্ছা ছিল, কিন্তু তখন অভিনয়টাই প্রধান বিষয় ছিল না।' উল্লেখ্য, অজিতাভ, অমিতাভ বচ্চনের ভাই, যিনি তাঁর থেকে পাঁচ বছরের ছোট।
দুজনেই একে অপরের বিপরীত
অমিতাভ বচ্চন এবং অজিতাভ বচ্চন দুজনেই একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা। অজিতাভ বচ্চন লন্ডনে থাকতেন এবং একজন ব্যবসায়ী। যদিও রমোলা বলেছেন যে দূরত্ব থাকা সত্ত্বেও, দুই পরিবারের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। রমোলা জানিয়েছেন, 'আমরা কিছু সময়ের জন্য দেশের বাইরে ছিলাম, কিন্তু যখনই অমিতাভ লন্ডনে যেতেন অথবা যখনই আমরা দেশে আসতাম, তখন আমরা একে অপরের সঙ্গে দেখা করি।'
উনি ভীষণভাবেই পারিবারিক মানুষ
অমিতাভ বচ্চন সম্পর্কে বউদি রমোলা আরও বলেছেন, 'তিনি মূলত একজন পারিবারিক মানুষ। পরিবারের প্রতি দায়িত্ব তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি তাঁকে এভাবেই জানি। আমি ওঁকে একজন স্নেহশীল পারিবারিক মানুষ হিসেবে চিনি। উনি পারিবারিক অনুষ্ঠান, দিনগুলি কখনওই ভোলেন না। ব্যস্ততা সত্ত্বেও, তিনি কখনও পারিবারিক অনুষ্ঠান বা বিশেষ দিনগুলি মিস করেন না। তা তিনি যেখানেই থাকুন না কেন, সেখান থেকেই আমাদের ফোন করে শুভেচ্ছা জানান। আমার বাচ্চারাও তাঁর খুব কাছের। তারা তাদের জ্যেঠুকে সম্মান করে এবং খুব ভালোবাসে।'
প্রসঙ্গত, রমোলা এবং অজিতাভ বচ্চনের ছেলেমেয়েরা হলেন ভীম বচ্চন, নম্রতা বচ্চন, নয়না বচ্চন এবং নীলিমা বচ্চন।