বাংলা নিউজ > বায়োস্কোপ > Jawan Box Office Collection: ২২ তম দিনেও অপ্রতিরোধ্য জওয়ান! ৬০০ কোটির ক্লাবে ঢুকতে আর কত দেরি?
পরবর্তী খবর
Jawan Box Office Collection: ২২ তম দিনেও অপ্রতিরোধ্য জওয়ান! ৬০০ কোটির ক্লাবে ঢুকতে আর কত দেরি?
1 মিনিটে পড়ুন Updated: 29 Sep 2023, 07:32 AM ISTSubhasmita Kanji
Jawan Box Office Collection: সপ্তাহের মাঝখানে বৃহস্পতিবার আয় বাড়ল শাহরুখ খানের ছবি জওয়ানের। এদিন ছবিটি বক্স অফিসে কত কোটি টাকা আয় করেছে? ৬০০ কোটির থেকেই বা আর কত দূরে?
২২ তম দিনেও অপ্রতিরোধ্য জওয়ান
জওয়ান মুক্তি পাওয়ার পর প্রায় মাস খানেক কাটতে চলল কিন্তু এখনও বক্স অফিসে মোটের উপর তেজি ঘোড়ার মতো দৌড়ে চলেছে শাহরুখের ছবি। ২২ তম দিনে আগের থেকে বাড়ল আয়, বর্তমানে এই ছবির মোট আয় ৫৮১.৪৩ কোটি। এখন ৬০০ কোটির লক্ষ্যে অবিচল থেকে এগোচ্ছে এই ছবি।
৭ সেপ্টেম্বর মুক্তি পায় অ্যাটলি কুমার পরিচালিত ছবি জওয়ান। মুখ্য ভূমিকায় ছিলেন শাহরুখ খান, নয়নতারা এবং বিজয় সেতুপতি। এই ছবিতে দ্বৈত চরিত্রে দেখা যায় কিং খানকে। এছাড়া অন্যান্য চরিত্রে ছিলেন সানিয়া মালহোত্রা, সুনীল গ্রোভার, রিদ্ধি ডোগরা, প্রমুখ। ক্যামিও চরিত্রে ছিলেন দীপিকা পাড়ুকোন এবং সঞ্জয় দত্ত। ছবিটি মুক্তি পাওয়ার পর থেকে বক্স অফিসে রীতিমত ঝড় তোলে।
জওয়ান ২২ তম দিনের বক্স অফিস কালেকশন
ছবি মুক্তির পর তৃতীয় বৃহস্পতিবার অর্থাৎ ২৮ সেপ্টেম্বর বক্স অফিসে শাহরুখ খান অভিনীত জওয়ান ৫.৫০ কোটি টাকা আয় করেছে বলেই জানাচ্ছে সচনিল্কের রিপোর্ট। এদিন আগের বেশ কয়েকদিনের তুলনায় অনেকটাই আয় বেড়েছে এই ছবির।
চলতি সপ্তাহের সোমবার জওয়ান বক্স অফিসে ৫.৪ কোটি টাকা আয় করেছিল। মঙ্গলবার সেটা কমে হয় ৪.৯ কোটি। বুধবার, ২৭ সেপ্টেম্বর সেটা আরও কমে হয় ৪.৮৫ কোটি। কিন্তু বৃহস্পতিবার আসতেই ছবির আয় বেশ অনেকটাই বাড়ল। এদিন শাহরুখ অভিনীত জওয়ান ৫.৫০ কোটি টাকা আয় করেছে বক্স অফিসে। ফলে এখন এটির মোট আয় গিয়ে দাঁড়িয়েছে ৫৮১.৪৩ কোটি। জওয়ান ছবিটি যে এখন ভারতীয় বক্স অফিসে ৬০০ কোটির ক্লাবে প্রবেশ করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে সেটা স্পষ্ট। সামান্য দূরে আছে ছবিটি সেটার থেকে।
জওয়ান ছবির এই বিপুল সাফল্য দেখার পর দারুণ উদ্যোগ নেওয়া হয়েছে ছবি নির্মাতাদের তরফে। এই ছবি যেহেতু মাস বিনোদনের উদ্দেশ্যে বানানো সেটা যাতে আরও অনেক লোকের কাছে পৌঁছে যায় তার জন্য বাই ওয়ান গেট ওয়ান টিকিট ফ্রি দেওয়া হচ্ছে। শাহরুখ খান এদিন সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন, সেখানে লেখা 'সুপারহিট ছবির সুপারহিট অফার।' তবে এখানে একটি শর্ত আছে, ইন্টারনেটের মাধ্যমে অনলাইনে বুক মাই শো, পেটিএম, আইনক্স, সিনেপলিস ইত্যাদির মাধ্যমে টিকিট কাটতে হবে, তবেই বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার একটি টিকিট কাটলে একটি ফ্রি পাওয়া যাবে।