
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
পহেলগাঁও হামলার পর জাভেদ আখতার সম্প্রতি মুখ খুললেন। আর এই ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়েই তাঁর কথায় উঠে এল পাকিস্তানি শিল্পীদের প্রসঙ্গ। এই জঙ্গিহানার পাশাপাশি ভারতে কাজ করা পাকিস্তানি শিল্পীদের নিয়ে কী বললেন বর্ষীয়ান গীতিকার?
সম্প্রতি পহেলগাঁও হামলার পর মুক্তির আগেই নিষিদ্ধ করা হয়েছে পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান অভিনীত বলিউডি ছবিকে। এদিন এই বিষয়ে কথা বলতে গিয়ে জাভেদ আখতার বলেন এতদিন অনেক কর হয়েছে এক তরফা, ভারতের গুণী শিল্পীদের কখনও পাকিস্তানি আমন্ত্রণ জানানো হয় পারফর্ম করার জন্য।
জাভেদ আখতার এদিন একটি সাক্ষাৎকারে আরও বলেন, 'এটার দুটো উত্তর হতে পারে, আর দুটোতেই সমান লজিক আছে। টস করে সঠিক উত্তর খুঁজে নিতে পারো। বরাবর এটা ওয়ান ওয়ে ট্রাফিক হয়ে থেকেছে। একতরফা ভাবে সবটা করা হয়েছে। নুসরত ফতেহ আলি খান, গুলাম আলি, নূর জাহান ভারতে এসেছেন। ওঁদের আমরা সমাদর করেছি। ফয়েজ আহমেদ ফয়েজ অটল বিহারী বাজপেয়ীর সময় ভারতে এসেছিলেন। ওঁকেও দারুণ সম্মান জানানো হয়েছিল।' জাভেদ আখতার এরপর বলেন কিন্তু এই ঘটনার কখনও পুনরাবৃত্তি পাকিস্তানে হয়নি।
তিনি এদিন আরও বলেন, 'পাকিস্তানের মানুষদের বিরুদ্ধে আমার কোনও অভিযোগ নেই। পাকিস্তানের বড় বড় কবিরা লতা মঙ্গেশকরকে নিয়ে কবিতা লিখেছেন। কিন্তু তাও সেখানে কেন লতা মঙ্গেশকর কখনও পারফর্ম করতে যাননি? সেখানে কিছু তো ব্লকেজ ছিলই, আর সেটা হল সিস্টেম। এই এক তরফা কিছু কখনই ভালো নয়।' দ্বিতীয় উত্তর হিসেবে জাভেদ আখতার বলেন, 'আমরা যদি পাকিস্তানি শিল্পীদের ব্যান করে দিই তাতে আমরা কাদের সন্তুষ্ট করছি? ওই দেশের সেনা আর মৌলবাদদের। ওরা তো সেটাই চায়। পাকিস্তান এবং ভারতের মাঝে একটা বিরাট দেওয়াল। ওরা এই দূরত্ব চায়। দুটো উত্তরই ভ্যালিড। কিন্তু আমি এই সময় দাঁড়িয়ে বলব পাকিস্তানিদের ভারতে কাজ করতে দেওয়া উচিত না।'
আরও পড়ুন: সাধের অনুষ্ঠান শেষ হতেই জীবন সংকটে রাই আর তার সন্তান! এবার কী হবে?
জাভেদ আখতার এদিন পিটিআইকে দেওয়া এই সাক্ষাৎকারে প্রশ্ন তোলেন, 'আদৌ কি পাকিস্তানি শিল্পীদের ভারতে প্রবেশের অনুমতি দেওয়া উচিত? এটার দুটো উত্তর হতে পারে আর দুটোই সমান ভাবে সঠিক।'
6.88% Weekly Cashback on 2025 IPL Sports