জিতু কমল এবং নবনীতা দাসের বিবাহবিচ্ছেদ হয়েছে বেশ কিছু বছর আগেই। সেই ঘটনার বছর দেড়েক পর এদিন অভিনেতাকে সম্পর্ক এবং জীবন অনুরাগীদের বিশেষ উপদেশ দিতে দেখা গেল। কী লিখলেন তিনি?
আরও পড়ুন: প্রেম চর্চার আগুনে ঘি, 'একটু কালো ছেলেই পছন্দ', জানালেন মাহভাশ! ইঙ্গিত কি চাহালের দিকে?
আরও পড়ুন: আবোল তাবোলের আঁকা ব্যবহার করলেও নাম নেই শিল্পীর! ঋতুপর্ণার 'ম্যাডাম সেনগুপ্ত'র পোস্টার ঘিরে বিতর্ক
কী ঘটেছে?
জিতু কমল এদিন তিনটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দেন যে জীবন বা যে কোনও ধরনের সম্পর্কে তৃতীয় ব্যক্তি যদি ঢুকে পড়ে তাহলে কী সর্বনাশ হতে পারে। আপাতদৃষ্টিতে যাকে উপকারী বলে মনে হয় তিনিই যে কখনও জেনে বুঝে বা অজান্তেই ক্ষতি করে দেন সেটা বোঝা যায় না।
এই বিষয়ে তিনটি উদাহরণের একটিতে জিতু লেখেন, 'তোমার প্রথম সন্তান হল বুঝি? - হ্যাঁ। - তোমার স্বামী এ উপলক্ষ্যে তোমাকে কিছু দেয়নি? উপহার, টাকা বা এ জাতীয় কিছু? - না। কেন দেবে? এ তো আমাদেরই সন্তান! উপহার বা টাকা দিতে হবে কেন? - কেন তোমাকে হাত খরচার জন্যেও তো দুচার পয়সা দিতে পারে। তার কাছে কি তোমার কোনও মূল্য নেই? তুমি চাকরানি? স্ত্রীর মনে ধরল কথাটা। সারাদিন কথাটা ভাবতে ভাবতে মনটা বিষিয়ে উঠল। সত্যিই তো! আমাকে একটা টাকাও কখনও ছোঁয়ায় না! রাতে কর্মক্লান্ত স্বামী ঘরে ফিরল। স্ত্রীর মুখ দিয়ে বোমা বিস্ফোরিত হল। রেগে গেল দুজনে, কথা কাটাকাটি ঝগড়া আর ঝগড়া। পরে হাতাহাতি, শেষ পর্যন্ত বিচ্ছেদে গিয়ে গড়াল।' তিনি এদিন এই ছদ্মবেশী দরদী যাঁরা সাহায্য করতে আসেন তাঁদের চেনার বার্তা দিয়ে লেখেন, 'কিছু নিরীহ-অযাচিত প্রশ্ন আমাদের সুখী জীবনকে ক্ষণিকের মধ্যেই দুঃখী করে দিতে সক্ষম। আমাদের সমাজে ছদ্মবেশী দরদীরা নিরন্তর শান্ত জীবনে অশান্তির দাবানল জ্বালিয়ে দেয়। ছদ্মবেশী ডাইন/ডাইনিগুলো নিজের থেকে কিন্তু আপনাকে কিছুই দেবে না। কিন্তু অন্যের থেকে অবৈধভাবে আদায় করার পদ্ধতি শিখিয়ে দিয়ে আপনাকে জিতিয়ে দেওয়ার নামে ধ্বংসের দিকে ঠেলে দেবে।'
শুধু তাই নয়, জিতু কমল এদিন তাঁর অনুরাগীদের উদ্দেশ্যে দেন বিশেষ বার্তাও। তিনি এদিন লেখেন, 'জীবনে ৩য় ব্যক্তিকে প্রবেশ করার সুযোগ দেবেন না। আর যদিও কোনও ভাবে ঢুকে যায় তাহলে যথা সম্ভব তার কথা কানে তুলবেন না। ৩য় ব্যাক্তি হতে সাবধান।'
প্রসঙ্গত জিতু কমলকে বর্তমানে জি বাংলার নতুন ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার-এ দেখা যাচ্ছে। সেখানে তিনি জুটি বেঁধেছেন দিতিপ্রিয়া রায়ের সঙ্গে। দুজনের রসায়ন এবং ধারাবাহিকের অন্যরকম গল্প ইতিমধ্যেই নজর কেড়েছে দর্শকদের।