জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘সর্বজয়া’ সিরিয়ালে অভিনয় করতে দেখা গিয়েছিল জাগৃতি গোস্বামী ঘটককে। সেই শেষবার পর্দায় দেখা গিয়েছিল তাঁকে। তারপর দীর্ঘ তিন বছর তিনি অভিনয় জগত থেকে বিরতি নেন। প্রথম সন্তান এবং সংসারকে ঘিরেই কাটে সময়।
এবার দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী। দুর্গাপুজোর আগেই একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজেই জানান, তিনি এবং তার সন্তান দুজনেই সুস্থ রয়েছে। দূর্গাপুজোর আগে কন্যা সন্তানের আগমনে যেন খুশিতে মেতে উঠেছে গোটা পরিবার।
আরও পড়ুন: বিতাড়িত নন, নিজেই ‘কল্কি’ ছেড়েছেন দীপিকা, নেপথ্যে রয়েছে কোন কারণ?
আরও পড়ুন: রামকমলের ‘বিনোদিনী’ এবার বোস্টনে, উচ্ছ্বসিত পরিচালক দিলেন বড় খবর
মাতৃত্বের খবর প্রথম থেকেই গোপনে রেখেছিলেন অভিনেত্রী। এমনকি বেশ কিছু ফটোশুট করেছিলেন অন্তঃসত্ত্বা অবস্থায়, সেগুলিও তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেননি তখন। সন্তান জন্মের পর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘দ্বিতীয়বার মা ডাক শুনবো। না চাইতেই ঈশ্বর আমাকে সব দিয়ে দিয়েছেন। শুধু আশীর্বাদ করো, তোমার সেবায় তোমার সাধনায় যেন এইভাবে নিমজ্জিত থাকতে পারি।’
জাগৃতি আরও একটি ছবি পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে অন্তঃসত্তা অবস্থায় শাড়ি পরে দাঁড়িয়ে রয়েছেন তিনি। সামনে বড় কন্যা এবং পেছনে মা দুর্গার ছবি আঁকা। যেন একই ছবিতে মায়ের তিনটি রূপ ধরা দিয়েছে।
এই ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘প্রতিটি নারী, প্রতিটি কন্যা অন্তরে বহন করে দুর্গার শক্তি। তিনি মা রূপে লালন করতে পারেন, কন্যা রূপে দিশা দিতে পারেন, স্ত্রী রূপে ভালবাসতে পারেন, বন্ধু রূপে সহায় হতে পারেন আবার নেতা রূপে এগিয়ে আসতে পারেন। তিনিই শক্তি।’
পোস্টে আরও লেখা, ‘প্রকৃতির নীরব কোলে এক মা আঁকছেন মা দুর্গার প্রতিচ্ছবি — প্রতিটি আঁটুড়ে লুকিয়ে আছে সেই শক্তি, যা তিনি নিজের অন্তরে বহন করেছেন। তাঁর পাশে দাঁড়িয়ে আছে ছোট মেয়ে, নির্ভর চোখে ভরা বিস্ময়। শক্তির দুটি রূপ — একটি প্রসূতিতে, একটি আগমনের প্রতীক্ষায় — ভরিয়ে নিচ্ছে ভালোবাসা আর সৃষ্টির মুহূর্ত।’
আরও পড়ুন: বেড়াজাল টপকে বাংলাদেশে সম্মানিত হল ‘পদাতিক’, ছবি ভাগ করে নিলেন সৃজিত
আরও পড়ুন: প্রয়াত গায়ক জুবিন গর্গ, স্কুবা ডাইভিং করতে গিয়ে ঘটে দুর্ঘটনা
‘সেই মমতাময় মুহূর্তে তিন রূপে মিলিত হয় শক্তি — নারী সৃষ্টির রূপে, কন্যা প্রসূচিত শক্তির রূপে, আর অন্তরে বেড়ে ওঠা অনন্ত প্রাণ সৃষ্টিশক্তির রূপে। সত্তার শক্তি হোক বা শিব, সবই ঈশ্বরের অনুগ্রহময় আশীর্বাদ।’
প্রসঙ্গত, এই মুহূর্তে অভিনয় জগত থেকে দূরে থাকলেও অভিনেত্রী জানিয়েছেন, দুই সন্তানকে বড় করার পর তিনি আবার ফিরবেন কাজে। তবে আপাতত সংসার এবং সন্তানকেই সময় দিতে চান জাগৃতি।