বলিউডের ‘হিট মেশিন’ হিসাবে পরিচিত অক্ষয় কুমারের (Akshay Kumar) সময়টা সম্প্রতি একদম ভালো যাচ্ছে না। বক্স অফিসে পরপর তিনটে ব্যর্থ ছবি, ‘বচ্চন পাণ্ডে’,‘সম্রাট পৃথ্বীরাজ’, ‘রক্ষা বন্ধন’। এমনটা সচারচর ঘটে না আক্কির সঙ্গে, নিজের আসন্ন ছবি ‘কাটপুতলি’র ব(Cuttputlli) ট্রেলার লঞ্চে এসে এই ব্যর্থতা প্রসঙ্গে মুখ খুললেন অক্ষয়। অকপটে অক্ষয়ের স্বীকারোক্তি জনতার চাহিদা সঠিকভাবে বোঝবার সময় এসেছে।
অক্ষয় জানান,'ছবি (বক্স অফিসে) চলছে না, এটা আমাদের ব্যর্থতা। আমার ব্যর্থতা। আমাকে পালটাতে হবে, বুঝতে হবে দর্শক কী চাইছে, এখানে অন্য আর কাউকে দোষ দেবার দরকার নেই,আমাকে ছাড়া'। প্রসঙ্গত, অক্ষয়ের সাম্প্রতিক রিলিজ ‘রক্ষা বন্ধন’কে বয়কট ট্রেন্ডের মুখেও পড়তে হয়েছে। আরও পড়ুন- দেশভক্তির সুড়সুড়ি অক্ষয়ের! হবেন পুলিশ, ধরবেন সিরিয়াল কিলার
সাংবাদিক সম্মেলনে অক্ষয়ের কাছে জানতে চাওয়া হয়েছিল, আজকাল অভিনেতারা ওটিটি প্রোজেক্ট বেছে নিচ্ছে সেফ খেলার জন্য, বক্স অফিসের ব্যর্থতার ভয়ে কি সিঁটিয়ে রয়েছেন তারকারা? অক্ষয় জানান, ‘কোনও কিছুই সেফ নয়, সেখানেও মানুষজনের মতামত প্রয়োজন। এটা (ওটিটি প্ল্যাটফর্ম) আমার সেফটি নেট এমনটা ভাববার দরকার নেই। ওটিটি প্ল্যাটফর্মের ছবিও দর্শক দেখছে, সংবাদমাধ্যম দেখছে, নিজেদের প্রতিক্রিয়া জানাচ্ছে। তাই সব জায়গাতেই তোমাকে পরিশ্রম করতে হবে, নিজের সেরাটা দিতে হবে’।
বছরে একাধিক ছবিতে কাজ করেন, একটা ছবির পিছনে বছরের পর বছর সময় দেওয়ায় বিশ্বাসী নন খিলাড়ি কুমার। তিনি এদিন বলেন, ‘অতিমারীর সময় অনেক ছবি তৈরি হয়েছে, কিছু মুক্তি পেয়েছে। আবার অনেক ছবি মুক্তি পায়নি। হল বন্ধ ছিল, আরও অনেক ব্যাপার ছিল। আমরা কাজ জারি রেখেছি, ছবি তৈরি হয়ে পড়ে আছে। আমার চারটে ছবি মুক্তির জন্য তৈরি, যেগুলো গত ২ বছরে মুক্তি পায়নি। করোনা না এলে, আমার ছবির মুক্তিতে অন্তত ২-৩ মাসের গ্যাপ থাকতো।’ আরও পড়ুন- বক্স অফিসে রক্ষা পেল না 'রক্ষা বন্ধন'! অক্ষয়ের ছবির রোজগারের হাল কেমন