মুম্বই থেকে পুণের পথে যাচ্ছিলেন। আর সেসময়ই ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়লেন 'ইশক কা রং সাফেদ' খ্যাত অভিনেত্রী স্নেহাল রাই। দুমড়ে মুচড়ে গেল স্নেহাল রাইয়ের গাড়ি। তবে বরাত জোরে প্রাণ বাঁচল স্নেহাল ও তাঁর গাড়ি চালকের। অভিনেত্রী জানাচ্ছেন, ড্রাইভার ভয় না পেয়ে গিয়ে প্রাণ রক্ষা করেন। তবে এখনও ভয়াবহ এই ঘটনার ঘোর কাটাতে পারছেন না স্নেহাল।
স্নেহাল রাই বলেন, ‘কীভাবে কী ঘটল, তা এখনও যেন ঠিক বুঝে উঠতে পারছি না। চালকের উপস্থিত বুদ্ধি, আর সাহসের কারণেই এ যাত্রায় বেঁচে গিয়েছি।’ অভিনেত্রী জানান, ঘটনার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে বরঘট থানার পুলিশ পৌঁছে যায়। ঘটনার পর ট্রাক চালক নাকি তাঁদের থেকেই পাল্টা ক্ষতিপূরণ দাবি করছিলেন, আর তাতেই পুলিশকে সঙ্গে সঙ্গে খবর দেন অভিনেত্রী। তাঁর কথায়, ‘আমি জানি না, মানুষ কেন বলেন, পুলিশ সঠিক সময়ে আসে না, আমার ক্ষেত্রে তো সেটা হল না। ৫-১০ মিনিটের মধ্যেই পুলিশ পৌঁছে গিয়েছিল।’ অভিনেত্রী জানান, তিনি ট্রাক ড্রাইভারের বিরুদ্ধে FIR- করতে পারেননি, কারণ, উনি পালিয়ে যান । আর ওই ট্রাক সম্পর্কে কোনও তথ্য তাঁর কাছে ছিল না।
আরও পড়ুন-শেষ হয়েও হইল না শেষ…! ‘মিঠাই’ শেষে আরও একবার শুরুর দিনে ফিরলেন সৌমিতৃষা-আদৃতরা
আরও পড়ুন-বক্ষ বিভাজিকার মাঝে ঘাম জমেছে, মধুমিতার চাহনিতে কুপোকাত নেটপাড়া বলছে 'হায় গরমি…'
আরও পড়ুন-দশ বছর আগেই নাকি বিয়ে! ২১ বছরের বড় স্বামীর কথা প্রকাশ্যে এনে স্নেহাল বলছেন 'আমি বিবাহিত'

দুর্ঘটনার মুখে স্নেহাল রাই
প্রসঙ্গত, 'ইশক কা রং সাফেদ', ‘জন্ম কা বন্ধন’, ‘বিষ’, ‘ইচ্ছাধারী নাগিন’, ‘পারফেক্ট পতি’ এবং ‘ভিশ’ এর মতো বহন জনপ্রিয় হিন্দি ধারাবাহিক অভিনয় করছেন। আর তাই টেলিভিশন দুনিয়ার পরিচিত মুখ স্নেহাল রাই। সম্প্রতি নিজেকে 'বিবাহিত' বলে দাবি করে সকলকে চমকে দিয়েছিলেন অভিনেত্রী। জানান, ১০ বছর আগেই নাকি উত্তরপ্রদেশের রাজনীতিবিদ মাধবেন্দ্র কুমার রাইকে বিয়ে করেছেন। যিনি আবার কিনা স্নেহালের থেকে ২১ বছরের বড়।
কেন এতদিন বিয়ের কথা প্রকাশ্যে আনেননি? এপ্রশ্নে স্নেহাল বলেছিলেন, তারকাদের ব্যক্তিগত জীবনের কথা সবসময় প্রকাশ্যে না আনলেও চলে। তবে এখন তিনি বলছেন কারণ, খুব শীঘ্রই স্নেহাল নাকি বিবাহিতদের সৌন্দর্য প্রতিযোগীতায় অংশ নেবেন। এখানেই শেষ নয়, কীভাবে মাধবেন্দ্র কুমার রাইয়ের সঙ্গে তাঁর আলাপ, প্রেম, সবই খোলসা করেছিলেন স্নেহাল।