মে মাসের প্রথম সোমবার নিউ ইয়র্ক শহর ছিল তারকাখচিত। ফ্যাশনের সবচেয়ে বড় রাতে আলিয়া ভাট থেকে জেনিফার লোপেজ, কিম কর্দাশিয়ান থেকে ইশা আম্বানি, তারকাদের কেতাদুরস্ত পোশাক এখন টক অফ দ্য ইন্টারনেট। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ডিরেক্টর ইশা আম্বানিও কিন্তু দিলেন নজরকাড়া উপস্থিতি। তাঁর ‘The Garden of Time’ থিমের শাড়ি স্টাইল গাউনটি ছিল অত্যাশ্চর্য।
দ্য মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টের রেড কার্পেটে হাঁটার জন্য ইশা রাহুল মিশ্রর ডিজাইন করা গোল্ডেন শাড়ি গাউন বেছে নেন। যাতে হ্যান্ড-এমব্রয়ডারি। যেন কোনও ফুলের স্বর্গরাজ্য সেটি। আর ফুলের বাগানে খেলা করে বেড়াচ্ছে প্রজাপতি এবং ড্রাগনফ্লাই। মেট গালার জন্য এটাই ডিজাইনার রাহুল মিশ্রের প্রথম কাজ।
আরও পড়ুন: ২৩ ফুট লম্বা আঁচলে যেন রূপকথার পরী! মেট গালায় আলিয়া পরলেন সব্যসাচীর শাড়ি
ইশার স্টাইলিস্ট অনিতা শ্রফ আদজানিয়া জানান, প্রকৃতির জীবনচক্রকে ফুটিয়ে তোলা হয়েছে ইশার পোশাকে। যা করা হয়েছে হ্যান্ড এমব্রয়ডারির মাধ্যমে। শাড়ি গাউনটির কাজ করতে ১০,০০০ ঘণ্টারও বেশি সময় লেগেছে। এতে রয়েছে নকশি, জরদৌসি ও অ্যাপ্লিকের কাজ।
নজর কেড়েছে আম্বানি কন্যার অ্য়াকসেসরিজও। তিনি সঙ্গে নেন শাড়ির সঙ্গে মানানসই একটি জেড ক্লাচ ব্যাগ, ট্র্যাডিশনাল পদ্ম শেপের ব্রেসলেট, তোতা পাখির মতো দেখতে কানের দুল এবং একটি ফুলের জিজাইনের চোকার।
আর মেকআপ হিসেবে হিসেবে ইশাকে দেখা গিয়েছে মোটা ভ্রু, গালে রুজ, ব্রোঞ্জার, এবং গোলাপি লিপস্টিকে। আইমেকআপে প্রাধান্য পেয়েছে সোনালি রং। ব্যবহার করা হয়েছে বেশ গাঢ় করে মাস্কারা।
ফিরে মুকেশ আম্বানি এবং নীতা আম্বানির মেয়ে ইশা আম্বানি প্রায় প্রতি বছরই উপস্থিত থাকেন মেট গালাতে। ২০১৭ সালে ডেবিউ করেছিলেন তিনি, ছিলেন ২০১৯ সালেও। ২০২৩ সালে তাঁকে দেখা গিয়েছিল নেপালি-আমেরিকান ফ্যাশন ডিজাইনার প্রবাল গুরুং-এর সাটিন কালো শাড়ি-গাউন। ২০১৯ সালেও ইশাকে সাজিয়েছিলেন প্রবাল গুরুং-ই। সেবার ডিপ নেকলাইনের একটি লাইল্যাক গাউন পরেন তিনি। আর ২০১৭ সালে মেট গালায় ইশা ডেবিউ করে খ্রিস্টান ডিওর গাউনে।
আরও পড়ুন: সইফ-অমৃতার নামে এমন কী বলেন শাহরুখের সহ-অভিনেতা দীপক তিজোরি, যা পরে আবার করলেন অস্বীকার

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কাজের পাশাপাশি ইশা ব্যস্ত থাকেন তাঁর দুই সন্তানকে নিয়েও। ২০২২ এর ১৯ নভেম্বর ইশা আম্বানি ও তাঁর স্বামী আনন্দ পিরামলের জীবনে আসে তাঁদের যমজ সন্তান কৃষ্ণা এবং আদিয়া।