বাংলা নিউজ > বায়োস্কোপ > Rachana Banerjee: এবারের লোকসভা নির্বাচনে তৃণমূলের হয়ে লড়াই রচনার? জল্পনা উসকে দিদি নম্বর ওয়ান বললেন, 'এখনও সবটা...'
পরবর্তী খবর
Rachana Banerjee: এবারের লোকসভা নির্বাচনে তৃণমূলের হয়ে লড়াই রচনার? জল্পনা উসকে দিদি নম্বর ওয়ান বললেন, 'এখনও সবটা...'
1 মিনিটে পড়ুন Updated: 01 Mar 2024, 09:16 PM ISTSubhasmita Kanji
Rachana Banerjee-Loksobha: সামনেই লোকসভা ভোট। তার ঠিক আগেই দিদি নম্বর ওয়ানে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে কি এবার লোকসভা ভোটে লড়বেন রচনা?
এবারের লোকসভা নির্বাচনে তৃণমূলের হয়ে লড়াই রচনার?
আগামী রবিবার এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী থাকবেন গোটা বাংলার মানুষ। এই প্রথমবার কোনও রিয়েলিটি শোতে আসছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিদি নম্বর ওয়ানে খেলতে দেখা যাবে তাঁকে। অন্যান্য প্রতিযোগীদের সঙ্গে তিনি এদিন রুটি বেলবেন, নাচ করবেন। জানাবেন নিজের কথা। তবে এই ঘটনা কি আরও একটি জিনিসের ইঙ্গিত দিচ্ছে? এবারের লোকসভা নির্বাচনে কি লড়ছেন দিদি নম্বর ওয়ান রচনা বন্দ্যোপাধ্যায়?
সামনেই লোকসভা নির্বাচন। আর কিছুদিনের মধ্যেই জানা যাবে প্রার্থী তালিকা। আর নির্বাচনে তারকা প্রার্থী নতুন কিছু নয়। তবে কি এবার লোকসভা নির্বাচনে লড়ছেন রচনা? প্রার্থী হচ্ছেন? কী জানালেন দিদি নম্বর ওয়ান? এই প্রশ্ন উঠতেই রচনা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এখনও কিছু ফাইনাল হয়নি। যদি এমন কিছু ঘটে তাহলে সেটা খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানাবেন বলেই তিনি স্পষ্ট করে দেন। ফলে এখান থেকেই স্পষ্ট যে রচনা যে প্রার্থী হচ্ছেন না এমন কোনও নিশ্চয়তা নেই। হতেই পারে। আর সেই সম্ভাবনা মোটেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
প্রসঙ্গত কিছুদিন আগে নবান্নে যেতে দেখা গিয়েছিল রচনা বন্দ্যোপাধ্যায়কে। তখন শুরু হয় এই জল্পনা। তবে অভিনেত্রী তখন জানিয়েছিলেন তিনি কেবলই দিদি নম্বর ওয়ান নিয়ে কথা বলতে গিয়েছিলেন। এছাড়া আর কোনও আলোচনা হয়েছিল কিনা তাঁদের সেটা সময় এলেই জানা যাবে।
দিদি নম্বর ওয়ানে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে এদিনের পর্বে দেখা যাবে ডোনা গঙ্গোপাধ্যায়, অরুন্ধতী হোম চৌধুরী, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়কে দেখা যাবে। এখানে এসে নিজের কবিতা পড়ে শোনাবেন মমতা। বাদ দেবেন না ধামসা বাজিয়ে নাচ করতে।