টলিপাড়ায় এখন ইধিকা পালের রমরমা। পরপর দেবের সঙ্গে ছবি করছেন ইধিকা পাল। একসময় ছোট পর্দা দিয়ে শুরু হলেও, এখন বড় পর্দায় রাজত্ব করছেন ‘কিশোরী’। খবর, জি বাংলায় দুর্গারূপে নাকি এবার ইধিকা পালকে নেওয়ার কথা চলছে। যদিও চ্যানেলের তরফে এখনও এই নিয়ে কোনো ঘোষণা হয়নি।
ইধিকার আসল নাম টুম্পা। যদিও বিনোদন জগতে পা রাখার আগেই বদলে ফেলেন নাম। ইধিকা তাঁর অভিনয় জীবন শুরু করেন ২০১৯ সালে টেলিভিশন ধারাবাহিক ‘আরব্য রজনী’ দিয়ে। এরপর তিনি 'কপালকুণ্ডলা', 'বেদের মেয়ে জ্যোৎস্না', ‘রিমলি’ এবং 'পিলু' ধারাবাহিকে কাজ করেন।
বড় পর্দায় ইধিকার প্রথম কাজ শাকিব খানের বিপরীতে। প্রিয়তমা সিনেমা দিয়ে বাংলাদেশি সিনেমার নায়িকা। তবে ইধিকার ভাগ্য রাতারাতি বদলে দেয় খাদান। দেবের সঙ্গে ইধিকার জুটি বর্তমানে সুপারডুপর হিট। এমনকী, দেবের পরের দুটো কাজ, রঘু ডাকাত আর প্রজাপতি ২-তে তিনিই নায়িকা।
কিন্তু প্রশ্ন হল, মা দুর্গা রূপে আদৌ কি ইধিকা জায়গা করতে পারবেন দর্শকমনে? ২০২২ সালের পর, ২০২৪ সালে ফের দুর্গা রূপে জি বাংলায় দেখা গিয়েছিল শুভশ্রীকে। কোয়েল মল্লিকের পর, বাংলায় দুর্গা হিসেবে সবচেয়ে জনপ্রিয় শুভশ্রীই, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আপাতত দুই চ্যানেল জি বাংলা আর স্টার জলসায় কারা হবে দুর্গা, কেমন হবে সাজ, তা নিয়ে উত্তেজিত দর্শকরা।